গুচ্ছের প্রিমিয়াম বাইকের সম্ভার নিয়ে রাজ্যে Honda-র নতুন শোরুমের উদ্বোধন

দেশে প্রিমিয়াম বাইক ব্যবহারকারীদের সংখ্যা ক্রমশই বাড়ছে। যা প্রত্যক্ষ করে জাপানি টু-হুইলার ব্র্যান্ড হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) ভারতে তাদের একের পর…

দেশে প্রিমিয়াম বাইক ব্যবহারকারীদের সংখ্যা ক্রমশই বাড়ছে। যা প্রত্যক্ষ করে জাপানি টু-হুইলার ব্র্যান্ড হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) ভারতে তাদের একের পর এক প্রিমিয়াম বিগউইং (BigWing) শোরুম উদ্বোধন চালিয়ে যাচ্ছে। বিগত ক’মাস ধরেই এক্ষেত্রে তাদের তৎপরতা সত্যিই চোখে পড়ার মতোই। দেশের বিভিন্ন রাজ্যে প্রিমিয়াম শোরুম খোলার ম্যারাথন দৌড় চালাচ্ছে হোন্ডা। এবারে যেমন পশ্চিমবঙ্গ বাসীর জন্য সুখবর শোনালো জাপানি সংস্থাটি। এ রাজ্যের রঘুনাথগঞ্জে বিগউইং শোরুমের ফিতে কাটা হল।

মুর্শিদাবাদে নতুন Honda BigWing এর উদ্বোধন

মুর্শিদাবাদের কাকুরিয়া মৌজাতে অবস্থিত এই নতুন বিগউইং শোরুমটি। এই প্রসঙ্গে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার সভাপতি এবং সিইও আতসুশি ওগাতা বলেন, “ক্রেতাদের প্রিমিয়াম মোটরসাইকেলের স্বাদ দিতে আমাদের লক্ষ্য হোন্ডা বিগউইং শোরুমের সম্প্রসারণ। আজ রঘুনাথগঞ্জে বিগউইং শোরুমের উদ্বোধন করতে পেরে আমরা আপ্লুত। এখানকার ক্রেতাদের হোন্ডার মাঝারি আকারের প্রিমিয়াম ফান মোটরসাইকেলের অভিজ্ঞতা দিতে পারব।”

বর্তমানে হোন্ডার এদেশে তাদের বিগউইং শোরুমগুলি থেকে ডজন খানেক প্রিমিয়াম মোটরসাইকেল বিক্রি করে। এগুলি হল- CB300F, CB300R, H’ness CB350, CB350RS, CB650R, CB500X, CBR650R, CBR1000RR-R Fireblade, CBR1000RR-R Fireblade SP, Africa Twin এবং Goldwing।

প্রসঙ্গত, ভারতে লাস্ট মাইল ক্ষেত্রে ব্যবহারের জন্য আকাঙ্ক্ষিত ক্রেতাদের ইচ্ছে পূরণে হোন্ডা তাদের সিলভার উইং শোরুমের সংখ্যা বাড়াবে বলে জানা গেছে। বর্তমানে ভারতে তাদের এই ডিলারশিপের সংখ্যা ১০০-র বেশি। শুধু পশ্চিমবঙ্গে এবার থেকে তাদের ৬টির বেশি আউটলেট থেকে প্রিমিয়াম মোটরসাইকেল বিক্রি করা হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন