ইঞ্জিন হঠাৎই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় তড়িঘড়ি 84টি বাইক ফিরিয়ে নিচ্ছে Honda, নিখরচায় সারাই করে দেবে
ভারতের বাজারে উচ্চমূল্যের বিলাসবহুল মোটরসাইকেলের সম্ভার নেহাত কম নেই। উদাহরণস্বরূপ নাম নেওয়া যেতে পারে জাপানি বহুজাতিক...ভারতের বাজারে উচ্চমূল্যের বিলাসবহুল মোটরসাইকেলের সম্ভার নেহাত কম নেই। উদাহরণস্বরূপ নাম নেওয়া যেতে পারে জাপানি বহুজাতিক ব্র্যান্ড হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)। সংস্থার ভারতীয় শাখার ঝুলিতে রয়েছে এমন একাধিক মডেল। কিন্তু অশনি সংকেত বুঝে এবারে তড়িঘড়ি তিনটি টু-হুইলারের মডেল বাজার থেকে স্বেচ্ছায় ফিরিয়ে নেওয়ার ঘোষণা করল তারা। যেগুলি হল CRF1100 Africa Twin, CBR1000R-R Fireblade এবং GL1800 Gold Wing Tour।
সমস্যা বলতে, প্রিমিয়াম বাইকগুলির PGM-Fi প্রোগ্রাম বা ফুয়েল ইনজেকশন ইউনিটের প্রোগ্ৰামে ত্রুটি ধরা পড়েছে। ২০২০ থেকে ২০২২-এর মধ্যে নির্মিত উপরিউক্ত মডেলের ৮৪ ইউনিট সারাই করার জন্য বাজার থেকে তুলে নেওয়া হবে। হোন্ডা জানিয়েছে, ত্রুটির জন্য চালানোর সময় ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছে তারা। যদিও এখনও পর্যন্ত বাইকগুলির ব্যবহারকারীরা এমন কোনও সমস্যার মুখোমুখি হয়নি।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলগুলির সমস্যা দূরীকরণে নতুন সফটওয়্যার আপডেট দেওয়া হবে বলে জানিয়েছে হোন্ডা। দেশে সংস্থার সকল প্রিমিয়াম ডিলারশিপ চ্যানেল বিগউইঙ্গ (BigWing)-এর মাধ্যমে আজ অর্থাৎ ৩ সেপ্টেম্বর থেকে আপডেট দেওয়া শুরু করবে বলে জানানো হয়েছে। মডেলগুলি ওয়ারেন্টি পিরিয়ডে থাকুক আর নাই থাকুক, এই আপডেট প্রদান সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।
হোন্ডা বলেছে, বিগউইং ডিলারশিপের মাধ্যমে সংশ্লিষ্ট গ্রাহকদের সাথে যোগাযোগ করা হবে। তারাই ক্রেতাদের মোটরসাইকেলের ত্রুটির বিষয়ে অবগত করবে। তবে বাইকটি ত্রুটি কবলিত কিনা, তা কোন গ্রাহক চাইলে নিজে থেকে যাচাই করে নিতে পারবেন। এজন্য হোন্ডা বিগউইং ওয়েবসাইটে গিয়ে ভেহিকেল আইডেন্টিফিকেশন নম্বর (VIN) দিলেই দেখে নেওয়া যাবে। আসলে মডেলগুলিতে বড় কোনো সমস্যা হওয়ার আগেই এই ত্রুটি মেটানোর লক্ষ্যে স্বেচ্ছায় রিকলের ডাক দিয়েছে হোন্ডা।