রপ্তানি-বিক্রি সবই ঊর্দ্ধমুখী, Activa, Shine-দের চাহিদার উপর ভর করে পুজোর মরসুমে লক্ষীলাভ হোন্ডার
সম্পূর্ণ অক্টোবর জুড়ে পুজোর আনন্দে মেতে উঠেছিল আপামর ভারতীয়। পোশাক আশাক থেকে যানবাহন, সবকিছুর কেনাকাটাতেই বান এসেছিল।...সম্পূর্ণ অক্টোবর জুড়ে পুজোর আনন্দে মেতে উঠেছিল আপামর ভারতীয়। পোশাক আশাক থেকে যানবাহন, সবকিছুর কেনাকাটাতেই বান এসেছিল। ফলে শিল্প মহলের মুখে চওড়া হাসি ফুটেছে। বিশেষত গাড়ি শিল্পে এর প্রভাব নজরে পড়ার মতো। গত মাসে প্রায় সকল সংস্থার বেচাকেনাতেই উল্লেখযোগ্য উত্থান দেখা যাচ্ছে। যেমন হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)। সংস্থাটি ঘোষণা করেছে এ বছর অক্টোবরে তারা মোট ৪,৪৯,৩৯১ ইউনিট মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করেছে। যার মধ্যে দেশের বাজারে বিক্রিত টু-হুইলারের সংখ্যা ৪,২৫,৯৬৯ এবং রপ্তানি করা হয়েছে ২৩,৪২২টি।
হোন্ডা জানিয়েছে, ২০২১-এর একই সময়েহ তুলনায় গত মাসে তাদের টু-হুইলার বিক্রিতে অগ্রগতি ঘটেছে। এ বছর অক্টোবরে সংস্থাটি গত বছরের ওই সময়ের তুলনায় ১৭,১৬২টি দু'চাকা বেশি বিক্রি করতে পেরেছে। আগের বছর অক্টোবর তাদের মোট বেচাকেনা হয়েছিল ৪,৩২,২২৯। যার মধ্যে রপ্তানি হয়েছিল ৩৭,৫৮৪ ইউনিট।
এই প্রসঙ্গে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর, সভাপতি এবং সিইও আতসুশি ওগাটা বলেন, “এবছর উৎসবের মরসুম আমাদের ব্যবসায় সমৃদ্ধি এনেছে। দু’বছরের চ্যালেঞ্জিং সময়ের পর এটি একটি ইতিবাচক আবেগ। এই উৎসব পুরোদমে উদযাপনের সাথে আমরা বাজার থেকে বিপুল চাহিদার সাক্ষী হতে পেরে সত্যিই আনন্দিত।”
এদিকে সংস্থাটি জানিয়েছে, যে তারা তাদের রেডউইঙ্গ আউটলেট সম্প্রসারণের মাধ্যমে আরও বেশি সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছে যাবে। ইতিমধ্যেই তারা ছত্তিশগড়ের রায়গড়, তেলেঙ্গানার কামারেড্ডি, বিহারের কাটিহার এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনামে এমন শোরুম খুলেছে। পাশাপাশি সম্প্রতি গুজরাতের রাজকোট, নতুন দিল্লি এবং হায়দ্রাবাদে একটি করে মোট তিনটি বিগউইঙ্গ ডিলারশিপের উদ্বোধন করেছে হোন্ডা।