বড় খবর! পুজোর আগেই ভারতে তিনটি নতুন বাইক ও স্কুটার লঞ্চ করতে চলেছে Honda
হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা HMSI আগামী কয়েক মাসের মধ্যেই ভারতে তিন তিনটি টু হুইলার লঞ্চ করবে বলে ঘোষণা...হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা HMSI আগামী কয়েক মাসের মধ্যেই ভারতে তিন তিনটি টু হুইলার লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। বাজারে পুরনো স্থান দখলের চেষ্টায় দিওয়ালি বা পুজোর মরসুমের আগেই নতুন মডেলগুলি মার্কেটে আনা হতে পারে। তার মধ্যে একটি ১২৫ সিসি স্কুটার এবং আরেকটি হবে ১৬০ সিসি মোটরসাইকেল। সংস্থার দাবি, আগামী তিন মাসের মধ্যে দু'চাকার মডেলগুলি লঞ্চের চেষ্টা চালানো হচ্ছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে এইচএমএসআই-এর ম্যানেজিং ডিরেক্টর, সভাপতি এবং সিইও আতসুশি ওগাতা বলেন, তৃতীয় মডেলটি একটি ৩৫০ সিসি মোটরসাইকেল হিসাবে আসবে। দিওয়ালির আগেই লঞ্চ করা হবে এটি।
Honda যে মডেলগুলি ভারতে বিক্রি করছে
আপকামিং ৩৫০ সিসি মোটরসাইকেলটি Honda H'ness CB350 প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে। বর্তমানে হোন্ডার ঝুলিতে রয়েছে Shine 100, CD 110 Dream, Livo, Shine 125, SP125, Unicorn, X-Blade, Hornet 2.0 ও CB 200X এর মতো বাইক। স্কুটারের হিসেবে হোন্ডার লাইনআপে Activa 6G, Activa 125 ও Grazia 125, ও Dio বিদ্যমান।
Honda BigWing
হোন্ডা তাদের দামি প্রিমিয়াম মোটরসাইকেলগুলি বিগউইং নামাঙ্কিত শোরুম থেকে বিক্রি করে। এর আওতাধীন মডেলগুলি হল – CB300F, CB300R, H'ness CB350, CB350RS, CB500X, CBR650R, CB650R, CBR1000RR-R Fireblade, CBR1000RR-R Fireblade SP, Africa Twin Adventure Sports ও Gold Wing Tour।
প্রসঙ্গত, হোন্ডা সম্প্রতি Shine 100-এর হাত ধরে ১০০ সিসির সেগমেন্টে পদার্পণ করেছে। যার দাম ৬৪,৯০০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এদেশে মোটরসাইকেলটির প্রধান প্রতিপক্ষ হিসেবে রয়েছে – Hero Splendor+, Hero HF Deluxe ও Bajaj Platina 100। হোন্ডা তাদের বেস্ট-সেলিং স্কুটার Activa রেঞ্জ নতুন ফিচার্সের সঙ্গে লঞ্চ করেছে। পাশাপাশি H'ness CB350 ও CB350RS-এও বিএস৬ ফেজ২ নির্গমন বিধি মেনে ইঞ্জিন দেওয়া হয়েছে। আবার গতকালই ভারতে ইলেকট্রিক টু-হুইলার লঞ্চের রূপরেখা প্রকাশ করেছে তারা।