Honda খুলে ফেলল নতুন শোরুম, ইয়ার-এন্ড অফার হিসেবে 50,000 টাকা ডিসকাউন্ট
সাধারণ মোটরবাইকের পাশাপাশি প্রিমিয়াম রেঞ্জের বাইকের জন্য বিশেষভাবে হোন্ডা লঞ্চ করেছে তাদের বিগউইং (BigWing) শোরুম। বলা...সাধারণ মোটরবাইকের পাশাপাশি প্রিমিয়াম রেঞ্জের বাইকের জন্য বিশেষভাবে হোন্ডা লঞ্চ করেছে তাদের বিগউইং (BigWing) শোরুম। বলা যায় বিগউইং রিটেল আউলেটের মাধ্যমে তাদের ফ্লাগশিপ রেঞ্জের সমস্ত বাইক এক ছাদের তলায় হাজির করেছে এই সংস্থা। ৩০০ সিসি থেকে শুরু করে সর্বোচ্চ ১৮০০ সিসি পর্যন্ত সমস্ত মডেল উপলব্ধ সেখানে। সম্প্রতি তেমনই এক প্রিমিয়াম বাইকের বিগউইং শোরুম উদ্বোধন হল তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলায়।
আগামীতে বড় ইঞ্জিনের বাইকের জনপ্রিয়তা বৃদ্ধি করতে আরও বেশি সংখ্যক এই জাতীয় বিগ উইং শোরুম উদ্বোধনের বিষয়টি বেশ গুরুত্ব সহকারে দেখছে তারা। ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন বৃহৎ শহরগুলিতে এমনই শোরুম চালু করেছে হোন্ডা। এই প্রসঙ্গে হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া (HMSI)-র ম্যানেজিং ডিরেক্টর প্রেসিডেন্ট ও সিইও আত্সুশি অগাটা বলেন, "গ্রাহকদের অসাধারণ অভিজ্ঞতা প্রদানের জন্যই আমরা হোন্ডা বিগ উইং শোরুমগুলির সম্প্রসারণে জোর দিয়েছি। আজ থাঞ্জাভুরে নতুন বিগ উইং উদ্বোধন করে খুবই উচ্চশিত আমরা। এই প্রিমিয়াম আউটলেটের মাধ্যমে আমাদের লক্ষই হল হোন্ডার মাঝারি ইঞ্জিন যুক্ত প্রিমিয়াম বাইক রেঞ্জকে অধিক সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া"।
এর পাশাপাশি সমগ্র দেশজুড়ে আরও বেশি সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছে যেতে ১০০ টির বেশি টাচ পয়েন্ট যুক্ত স্থানে সিলভার উইং (SilverWing) চালু করার কথাও জানিয়েছে এই সংস্থা। বর্তমানে হোন্ডার এই বিগ উইং শোরুমগুলির মাধ্যমে ডজন খানেক প্রিমিয়াম মোটরবাইক বিক্রি করে তারা। এগুলি হল- CB300F, CB300R, H'ness CB350, CB350RS, CB650R, CB500X, CBR650R, CBR1000RR-R Fireblade, CBR1000RR-R Fireblade SP, Africa Twin এবং Goldwing।
অদিকে চলতি বছরের আগস্ট মাসে ভারতে লঞ্চ করা স্ট্রিট ফাইটার বাইক CB300F এর উপর ইয়ার-এন্ড অফার হিসাবে ৫০,০০০ টাকা ডিসকাউন্টের ঘোষণা করেঠে হোন্ডা। বাইকটি ডিলাক্স এবং ডিলাক্স প্রো এই দুটি সংস্করণে উপলব্ধ। অফারটি চলবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। ডিসকাউন্ট ধরে দুটি ভ্যারিয়েন্টের নতুন এক্স শোরুম মূল্য দাঁড়িয়েছে যথাক্রমে ১.৭৬ লাখ টাকা ও ১.৭৯ লাখ টাকা।