Hero Splendor এর যোগ্য প্রতিদ্বন্দ্বী Honda Shine 100, নতুন এই বাইকের 5 অজানা তথ্য
এখনও পর্যন্ত দেশের একটা বড় অংশের মানুষ অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। এই সমস্ত স্বল্প আয়ের জনগণের কাছে প্রতিদিনের...এখনও পর্যন্ত দেশের একটা বড় অংশের মানুষ অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। এই সমস্ত স্বল্প আয়ের জনগণের কাছে প্রতিদিনের জীবিকার তাগিদের ব্যবহৃত দু'চাকা আমরা কমিউটার মোটরসাইকেল হিসাবেই চিনি। কম ক্যাপাসিটির ইঞ্জিন এবং অধিক মাইলেজ প্রদান করার ক্ষমতা থাকে এগুলোর। সাথে বিল্ড কোয়ালিটিও হয় বেশ উন্নত। সেই কারণেই ভারতের মতো দেশগুলিতে আর পাঁচটি বাইকের তুলনায় কমিউটার বাইকের চাহিদা বেশি। সে কফা মাথায় রেখেই হোন্ডা তাদের সবচেয়ে সস্তা মডেল হিসাবে Shine 100 লঞ্চ করেছে। Hero Splendor এর এই যোগ্য প্রতিদ্বন্দ্বী সম্পর্কে পাঁচটি তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।
Honda Shine 100: রং এবং ডিজাইন
বলা ভালো যে একটি অতি সাধারণ চিরাচরিত কমিউটার বাইকের মতোই সাধারণ ডিজাইন এবং বডি প্যানেল নিয়ে হাজির হয়েছে হোন্ডা সাইন ১০০। এতে রয়েছে একটানা লম্বা সিট, কালো রংয়ের হেডল্যাম্প কাউল এবং অ্যালয় হুইল। এর ডিজাইন অনেকাংশেই সাইন ১২৫ সিসির বাইকটির মতোই। পাঁচটি আলাদা রঙে কিনতে পাওয়া যাবে এই বাইকটি। এই রংগুলি হলো ব্ল্যাক-রেড, ব্ল্যাক-ব্লু, ব্ল্যাক-গোল্ড, ব্ল্যাক-গ্রে এবং ব্ল্যাক-গ্রিন।
Honda Shine 100: ইঞ্জিন স্পেসিফিকেশন
হোন্ডার এই বাইকটিতে রয়েছে ১০০ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। যা সর্বোচ্চ ৭.৬১ বিএইচপি এবং ৮.০৫ এনএম টর্ক উৎপাদন করার ক্ষমতা রাখে। টিউবুলার ফ্রেমের মধ্যে অবস্থিত এই ইঞ্জিনটির সঙ্গে চার ধাপ যুক্ত গিয়ার বক্স সংযুক্ত রয়েছে।
Honda Shine 100: ফিচার্স
বাজার চলতি অন্যান্য কমিউটার সেগমেন্টের বাইকের মতোই সাইন ১০০ তেও অতি সাধারণ কিন্তু ব্যবহারের উপযোগী বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। এই বাইকটিতে থাকা উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে রয়েছে- হ্যালোজেন হেডল্যাম্প, বাল্ব টার্ন ইন্ডিকেটর এবং টুইন পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে স্পিডোমিটার উদোমিটার এবং ফুয়েল লেভেল ইন্ডিকেটর সংযুক্ত করা আছে। তবে রাইডারের সুরক্ষার কথা মাথায় রেখে সাইন ১০০-তে সাইড স্ট্যান্ড সেন্সার এবং কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম উপলব্ধ রয়েছে।
Honda Shine 100: হার্ডওয়ার
সাসপেনশনের জন্য বাইকটির সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ডুয়েল শক অ্যাবজর্ভার বিদ্যমান। ব্রেকিং এর দায়িত্ব সামলাতে উভয় চাকাতেই ড্রাম ব্রেকের ব্যবহার করা হয়েছে। তবে অ্যালয় হুইল এর সঙ্গে যুক্ত চাকা রাস্তা আকড়ে চলার ক্ষমতা রাখে।
Honda Shine 100: মূল্য
প্রারম্ভিক ভাবে জাপানি এই সংস্থার তৈরি ১০০ সিসির বাইকটির এক্স শোরুম মূল্য ৬৪,৯০০ টাকা নির্ধারিত হয়েছে। আগামী মাস দুয়েকের মধ্যেই বাইকটির চাবি পৌঁছে যাবে গ্রাহকের হাতে। বুকিং শুরু হয়েছে আজ থেকেই। হোন্ডা সাইন ১০০ এর প্রধান প্রতিযোগিতার তালিকায় রয়েছে Hero Splendor, TVS Radeon এবং Bajaj Platina।