Honda Shine 100 vs Bajaj CT 110X: হোন্ডা নাকি বাজাজ? সস্তায় কোন বাইক কিনলে লাভ
হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) সম্প্রতি ভারতে তাদের সবচেয়ে সস্তা কমিউটার মোটরসাইকেল...হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) সম্প্রতি ভারতে তাদের সবচেয়ে সস্তা কমিউটার মোটরসাইকেল Shine 100 লঞ্চ করেছে। আসলে উক্ত সেগমেন্টে Hero MotoCorp ও Bajaj-এর আধিপত্যে সূর্যাস্ত নিয়ে আসতেই এই পদক্ষেপ নিয়েছে জাপানি সংস্থাটি। এদিকে ওই একই বিভাগে গ্রাহকদের থেকে দীর্ঘদিনের ভালোবাসা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে Bajaj CT 110X। যার প্রত্যক্ষ প্রতিপক্ষ হিসেবে এসেছে Honda Shine 100। এই প্রতিবেদনে সস্তার দুই মোটরসাইকেলের তুলনামূলক আলোচনা রইল।
Honda Shine 100 vs Bajaj CT 110X : ডিজাইন
ডিজাইনের প্রসঙ্গে বললে কমিউটার সেগমেন্টে একদম সাদামাটা লুক নিয়ে হাজির হয়েছে শাইন ১০০। তেমন বিশেষভাবে উল্লেখ করার মতো ডিজাইন এতে চোখে পড়েনি। লাইটিং এলিমেন্ট হিসেবে এতে আছে এলইডি ইউনিট। অ্যালয় হুইল সমেত হাজির হয়েছে এটি। অন্যদিকে বাজাজ সিটি১১০এক্স-এ উপস্থিত রাগেড-ডিজাইন, ট্যাঙ্ক গ্রিপ, অ্যালয় হুইল, স্টিচ্ড সিট, ব্ল্যাক ভাইজর এবং রিয়ার ক্যারিয়ার।
Honda Shine 100 vs Bajaj CT 110X : ইঞ্জিন এবং গিয়ারবক্স
Shine 100 একটি সম্পূর্ণ নতুন ৯৯.৭ সিসি ইঞ্জিন সহ এসেছে। যা থেকে ৭.৬ এইচপি ও ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন হয়। এর ইঞ্জিনটি ওবিডি-২ ও ই২০ নির্গমন বিধি পালন করে এসেছে। অন্যদিকে, CT 110X-এ উপস্থিত একটি ১১৫.৪৫ সিসি ইঞ্জিন। যা থেকে ৮.৪৮ এইচপি পাওয়ার এবং ৯.৮১ এনএম টর্ক পাওয়া যায়। উভয় মডেলেই রয়েছে একটি ৪-স্পিড গিয়ারবক্স।
Honda Shine 100 vs Bajaj CT 110X : হার্ডওয়্যার
হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, হোন্ডা তাদের মোটরসাইকেলটিতে একটি ডায়মন্ড টাইপ ফ্রেম, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও টুইন শক রিয়ার অ্যাবসর্বার ব্যবহার করেছে। যেখানে, বাজাজের মোটরসাইকেলটি একটি স্কোয়ার টিউব, একটি লোয়ার ক্র্যাডেল ফ্রেম সহ সিঙ্গেল ডাউন টিউব, টেলিস্কোপ এবং স্প্রিং-ইন-স্প্রিং শক রিয়ার অ্যাবসর্বার উপস্থিত। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে উভয় মোটরসাইকেলেই ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।
Honda Shine 100 vs Bajaj CT 110X : দাম
Honda Shine 100-এর বাজারমূল্য ৬৪,৯০০ টাকা। যেখানে Bajaj CT 110X-এর দাম ৬৭,৭০৬ টাকা। দুটিই এক্স-শোরুম প্রাইস অনুযায়ী। প্রসঙ্গত, বাজাজের বাইকটির দাম সামান্য বেশি হলেও ডিজাইন আরও আকর্ষণীয় ও ইঞ্জিনের ক্ষমতা অনেকটাই বেশি।