Hero HF Deluxe vs Honda Shine 100: হিরো নাকি হোন্ডা? অল্প দামে কোন বাইক সেরা
ভারতের ১০০ সিসির কমিউটার মোটরসাইকেলের বাজারে Hero MotoCorp, Bajaj এবং TVS এর মত দেশীয় সংস্থাগুলি একচেটিয়া রাজত্ব করলেও...ভারতের ১০০ সিসির কমিউটার মোটরসাইকেলের বাজারে Hero MotoCorp, Bajaj এবং TVS এর মত দেশীয় সংস্থাগুলি একচেটিয়া রাজত্ব করলেও এবার সেই রাজত্বে ভাগ বসাতে আসরে হাজির হয়েছে বিশ্বব্যাপী মোটরসাইকেলের দুনিয়ায় স্বনামধন্য বাইক নির্মাতা Honda। দিন তিনেক আগেই এই সেগমেন্টের নতুন মডেল সাইন ১০০ (Shine 100) এর উপর থেকে পর্দা সরিয়েছে তারা। হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার(HMSI) তৈরি এই এন্ট্রি লেভেলের বাইকটির এক্স শোরুম মূল্য ৬৪,৯০০ টাকা। এই বাজারের অতি পুরনো খেলোয়াড় হিরোর তৈরি HF Deluxe ও Shine 100 এর মধ্যে কে কোন দিক থেকে সেরা তা এবার দেখে নেওয়া যাক।
Honda Shine 100 vs Hero HF Deluxe: ডিজাইন এবং রং
ডিজাইনের প্রসঙ্গে বলতে গেলে নির্দিষ্ট কিছু গ্রাহকের কথা ভেবে দুটি বাইকের মধ্যেই অতি সাধারণ কমিউটার বাইকের ডিজাইন দেওয়া হয়েছে যা এর দামের সঙ্গে যুক্তিসঙ্গত। সাইন ১০০ মডেলটি তার ১২৫ সিসির বৃহৎ সংস্করণের থেকেই ডিজাইন নিয়েছে। অন্যদিকে এইচএফ ডিলাক্স অনেক বেশি ছিনছাম গোছের দেখতে। এতে রয়েছে মোট আট ধরনের রঙের অপশন। তবে হোন্ডার বাইকটি পাঁচটি আলাদা রঙে পাওয়া যাবে।
Honda Shine 100 vs Hero HF Deluxe: ইঞ্জিন এবং গিয়ার বক্স
হোন্ডা সাইন ১০০ কে চালিকাশক্তি যোগায় ৯৯.৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার, ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন, যা থেকে ৭.৬ বিএইচপি শক্তি এবং ৮.০৫ এনএম টর্ক জেনারেট হয়। অন্য হাতে থাকা হিরো এইচএফ ডিলাক্স বাইকটিতে ৯৭.২ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা থেকে আউটপুট হিসেবে ৭.৯ বিএইচপি এবং ৮.০৫ এনএম টর্ক পাওয়া যায়। উভয় ক্ষেত্রেই চার ধাপযুক্ত ম্যানুয়াল গিয়ার বক্স উপলব্ধ রয়েছে। এমনকি দুটি থেকেই লিটার পিছু ৬০ থেকে ৭০ কিমি পথ চলা সম্ভব, যদিও তা চালানোর ধরনের উপর নির্ভর করে।
Honda Shine 100 vs Hero HF Deluxe: হার্ডওয়্যার এবং ফিচার
হোন্ডা এবং হিরো দুটির এই বাইকেই সামনের দিকে চিরাচরিত টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে স্প্রিং লোড শক অ্যাবজর্ভার সাসপেনশনের কাজ করে। এমনকি ব্রেকিং সিস্টেমেও মিল রয়েছে এদের। কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম সহ ড্রাম ব্রেকের ব্যবহার হয়েছে এক্ষেত্রে। এন্ট্রি লেভেলের কমিউটার বাইক হিসেবে দুটিতেই সাধারণ অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ফুয়েল গজ দেওয়া হয়েছে। সাথে রয়েছে সিঙ্গেল পিস সিট।
Honda Shine 100 vs Hero HF Deluxe: দাম এবং প্রতিযোগী
হোন্ডা সাইন ১০০ বাইকটিতে রয়েছে কেবলমাত্র একটি ভ্যারিয়েন্ট, যার এক্স শোরুম প্রাইস ৬৪,৯০০ টাকা থেকে। অন্যদিকে, হিরো এইচএফ ডিলাক্স একাধিক ভ্যারিয়েন্টে উপলব্ধ। দাম ৫৯,৯৯০ টাকা থেকে শুরু করে ৬৭,১৩৮ টাকা(এক্স শোরুম) পর্যন্ত গিয়েছে। ফলে ১০০ সিসির বাইক হিসেবে এইচএফ ডিলাক্স কেই এগিয়ে রাখছি আমরা।