নতুন Honda Shine 100 নাকি Hero Splendor Plus? মাইলেজ ও ফিচারে কোন বাইক সেরা
ভারতের কমিউটার মোটরসাইকেলের বাজারে দীর্ঘদিনের জনপ্রিয়তম মডেল Hero Splendor-এর খদ্দেরের সংখ্যায় ভাগ বসাতে গতকালই লঞ্চ...ভারতের কমিউটার মোটরসাইকেলের বাজারে দীর্ঘদিনের জনপ্রিয়তম মডেল Hero Splendor-এর খদ্দেরের সংখ্যায় ভাগ বসাতে গতকালই লঞ্চ হয়েছে Honda Shine 100। জাপানি সংস্থা হোন্ডা (Honda)-র সবচেয়ে সস্তার বাইকটি প্রধানত গ্রামাঞ্চলের মানুষকে লক্ষ্য করে আনা হয়েছে। এই প্রতিবেদন Splendor ও বর্তমানে তার মূল প্রতিপক্ষ Shine 100-এর তুলনামূলক আলোচনা রইল।
Honda Shine 100 vs Hero Splendor Plus দাম
হোন্ডার নতুন ১০০ সিসি বাইকটি সিঙ্গেল ভ্যারিয়েন্টে অফার করা হয়েছে। যার দাম ৬৪,৯০০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। যেখানে এর প্রতিদ্বন্দ্বী Splendor Plus-এর মূল্য ৭২,৪২০ টাকা। আবার ব্লুটুথ কানেক্টিভিটি, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ এবং একটি ডিজিটাল স্পিডো মিটার যুক্ত Splendor Xtec ভ্যারিয়েন্টের দাম ৭৫,৮৪০ টাকা। অর্থাৎ, Splendor-এর থেকে Shine 100 প্রায় ৭,৫০০ টাকা সস্তা। এটি মে থেকে ডেলিভারি করা শুরু হবে।
Honda Shine 100 vs Hero Splendor Plus স্পেসিফিকেশন
হোন্ডা শাইন ১০০-তে দেওয়া হয়েছে একটি ১০০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ৭.৬ পিএস শক্তি এবং ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সাথে রয়েছে পিস্টন কুলিং অয়েল জেট এবং অটোমেটিক চোক সিস্টেম ও স্টার্ট সলিনয়েড সহ অফসেট পিস্টন। একটি ডায়মন্ড ফ্রেমের উপর ভিত্তি করে এসেছে বাইকটি। যাতে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন শক রিয়ার অ্যাবজর্বার। কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম সহ সামনে ও পেছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।
অন্যদিকে হিরো স্প্লেন্ডার প্লাস-এ উপস্থিত একটি ৯৭.২ সিসি ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৭.৯ বিএইচপি শক্তি এবং ৮.০৫ এনএম টর্ক পাওয়া যায়। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৪-স্পিড গিয়ারবক্স। সাসপেনশনের দায়িত্ব সামলাতে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফর এবং মোনোশক ইউনিট। এতেও সামনে ও পেছনে ড্রাম ব্রেক রয়েছে।
Honda Shine 100 vs Hero Splendor Plus মাইলেজ ও ফিচার্স
হোন্ডা এখনও তাদের ১০০ সিসির বাইকটির মাইলেজ কত, তা জানায়নি। তবে শোনা যাচ্ছে লিটার প্রতি পেট্রলে ৬০-৬৫ কিলোমিটার ছুটতে পারবে এটি। অন্যদিকে Hero Splendor Plus এক লিটার পেট্রোলে ৬৫-৭০ কিলোমিটার পথ ছুটতে সক্ষম।
Honda Shine 100-এর ফিচার তালিকায় উপস্থিত হ্যালোজেন হেডল্যাম্প, সেল্ফ স্টার্টার, অল ব্ল্যাক অ্যালয় হুইল, একটি সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ, একটি ডুয়েল পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। যেখানে Hero Splendor Plus-এ ফিচারের তালিকাটি শাইনের চাইতেও হৃষ্টপুষ্ট। এতে সুইটেবল i3S প্রযুক্তি, ইঞ্জিন কাট-অফ সেন্সর, ইউএসবি চার্জার, ১৮ ইঞ্চি অ্যালয় হুইল এবং একটি সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর উপস্থিত।