Hero Glamour নাকি Honda Shine, কমিউটার বাইকের জগতে কে সেরা?
জীবিকার সন্ধানে কিংবা কাজের তাগিদে যাদেরকে প্রতিদিন বেশ খানিকটা দূরত্ব মোটরসাইকেলে পাড়ি দিতে হয় তাদের জন্য কমিউটার...জীবিকার সন্ধানে কিংবা কাজের তাগিদে যাদেরকে প্রতিদিন বেশ খানিকটা দূরত্ব মোটরসাইকেলে পাড়ি দিতে হয় তাদের জন্য কমিউটার মোটরসাইকেল একদম আদর্শ। তেল সাশ্রয় ক্ষমতার পাশাপাশি কম রক্ষণাবেক্ষণ খরচ এই জোড়া ডানায় ভর করে দেশে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছে এই জাতীয় বাইকগুলি। বেশ কয়েক বছর আগে পর্যন্ত ১০০ সিসি পর্যন্ত বাইকগুলিকেই এই তালিকায় ধরা হতো কিন্তু বর্তমানে সেই রেঞ্জ বেড়ে হয়েছে ১২৫ সিসি। হিরো, টিভিএস, বাজাজ, হোন্ডা সহ বেশিরভাগ মোটরবাইক নির্মাতাদের ঝুলিতে রয়েছে এমনই দুটি একটি করে কমিউটার মডেল।
দেশের মাটিতে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়াচ্ছে হিরো মটোকর্পের গ্ল্যামার (Glamour) এবং জাপানি সংস্থা হোন্ডার সাইন (Shine)। কমিউটার মোটরসাইকেলের দুনিয়ায় এই দুটি নাম যেন আলাদাই ব্র্যান্ড তৈরি করেছে। তবে এদের মধ্যে কে সেরা? চলুন তবে এই দুয়ের মধ্যে তুলনামূলক আলোচনায় যাওয়া যাক।
Honda Shine vs Hero Glamour: লুকস
লঞ্চের পরবর্তী সময় থেকেই বিভিন্ন সময়ে বদলেছে হিরো গ্ল্যামার এর বাহ্যিক নকশা। বর্তমানে মডার্ন ডিজাইনের এলইডি হেডলাইট, ডুয়েল টোন পেইন্ট স্কিম এবং কৌণিক পশ্চাতভাগ সবকিছুই যেন আধুনিকতার বার্তা বহন করে। অন্যদিকে হোন্ডা সাইন সময়ের সঙ্গে ততটা খাপ খায় নিতে পারেনি। খানিকটা পুরনো লুককেই যেন এটি বহন করে চলেছে আজও। বাইকটির ডিজাইন তাই অনেক সাধারণ।
Honda Shine vs Hero Glamour: ইঞ্জিন স্পেসিফিকেশন
দুটি বাইকই ১২৪ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল্ড ইঞ্জিন দ্বারা পরিচালিত। গ্ল্যামারে ব্যবহৃত ইঞ্জিনটি সর্বোচ্চ ১০.৮৭ পিএস শক্তি এবং ১০.৬ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। আর হোন্ডা সাইন ১০.৭ পিএস শক্তি এবং ১১ এনএম টর্ক উৎপাদিত হয়। উভয় ক্ষেত্রেই ৫ গতির গিয়ার বক্স রয়েছে। তবে হোন্ডা সাইন এর সঙ্গে সাইলেন্ট স্টার্ট সিস্টেম দেওয়া হয়েছে।
Honda Shine vs Hero Glamour: ফিচার
বৈশিষ্ট্যের বিচারে হোন্ডা সাইন বাইকটিতে কেবলমাত্র ইঞ্জিন কিল সুইচ দেওয়া হয়েছে। তবে গ্ল্যামারে রয়েছে একঝাঁক আধুনিক ফিচার। এদের মধ্যে রয়েছে i3s স্টার্ট-স্টপ প্রযুক্তি, অটোসেল টেকনোলজি এবং রিয়েল টাইম ফুয়েল এফিসিয়েন্সি ইন্ডিকেটর। আরো অতিরিক্ত ফিচার পাবেন Xtec ভার্সনে। এটি এলইডি হেডলাইট, ইউএসবি পোর্ট, ব্লুটুথ সংযোজন, গিয়ার পজিশান ইন্ডিকেটর এবং ব্যাংক অ্যাঙ্গেল সেন্সর-সহ উপলব্ধ।
Honda Shine vs Hero Glamour: দাম
হোন্ডার এই বাইকটির দাম শুরু হয়েছে ৭৮,৪১৪ টাকা থেকে। টপ ভার্সমের ক্ষেত্রে দাম পড়বে ৮৩,৯১৪ টাকা। অপর হাতে থাকা হিরো গ্ল্যামারের প্রাইস রেঞ্জ ৭৮,০১৮ টাকা থেকে শুরু করে ৮৪,১৩৮ টাকা পর্যন্ত গিয়েছে। দুটো বাইকের দামের ফারাক খুব বেশি না হলেও আধুনিক বৈশিষ্ট্য ও ইকুইপমেন্টের দৌলতে হিরো গ্ল্যামার বেশ খানিকটা এগিয়ে।