ক্ষতি সত্বেও রাশিয়ায় গাড়ি বিক্রি বন্ধ করার পথে Honda সহ বিভিন্ন বহুজাতিক সংস্থা

ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ জারি থাকতে দেখে এবার প্রথম সারির বহুজাতিক গাড়ি নির্মাতা Honda রাশিয়াতে তাদের গাড়ি এবং মোটরসাইকেল সে দেশে রপ্তানিতে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি…

ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ জারি থাকতে দেখে এবার প্রথম সারির বহুজাতিক গাড়ি নির্মাতা Honda রাশিয়াতে তাদের গাড়ি এবং মোটরসাইকেল সে দেশে রপ্তানিতে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করল। সংস্থার এই পদক্ষেপ দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে দেশের প্রথম সারির শিল্প সংস্থাগুলি মস্কোর এই যুদ্ধনীতিকে সমর্থন করছে না। যে কারণে এক এক করে গাড়ি সংস্থাগুলি রাশিয়াতে বিক্রি বন্ধের ডাক দিচ্ছে।

উল্লেখ্য, রাশিয়াতে গাড়ি রপ্তানি বন্ধের প্রথম ডাক দিয়েছিল Volvo। যাকে অনুসরণ করে General Motors, Mercedes-Benz, Daimler Truck। গতকাল আবার প্রিমিয়াম টু-হুইলার ব্র্যান্ড Harley-Davidson-ও উক্ত সংস্থাগুলির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে এবং তারাও সে দেশে বাইক বিক্রিতে মুখ ফিরিয়েছে।

২০২১-এ রাশিয়াতে মোট ৯,০০০ টি গাড়ি বিক্রি করেছিল ভলভো (Volvo)। যেই সংখ্যাটি নেহাত কম নয়, কিন্তু তারপরও রাশিয়ার আগ্রাসন মনোভাবের বিরোধিতা করে সে দেশে রপ্তানি এবং গাড়ি বিক্রি বন্ধের কথা প্রথম জানিয়েছিল সংস্থাটি। অন্যদিকে জেনারেল মোটরস (General Motors) এক বিবৃতি জারি করে জানিয়েছে, যুদ্ধে মানুষের জীবনহানি খুবই বেদনাদায়ক। আর সে কারণেই তারাও রাশিয়াতে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নেয়।

অন্যদিকে Ford রাশিয়াতে তাদের গাড়ি দ্রুত বিক্রি বন্ধের নিষেধাজ্ঞা জারি করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে আর্থিকভাবে সহায়তার আশ্বাস দিয়েছে। ফোর্ডের সিইও জিম ফারলে (Jim Farley) সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, “রাশিয়াতে বিক্রি বন্ধের জন্য পরিস্থিতি আমাদের বাধ্য করেছে। পরিস্থিতি বিবেচনা করে রাশিয়াতে বিক্রি বন্ধের বিষয়টি আমরা আমাদের জয়েন্ট ভেঞ্চার পার্টনারকে জানিয়েছি। পুনরায় বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত যত শীঘ্র সম্ভব এটি কার্যকর করার জন্য জানানো হয়েছে।”