Honda XRE300: পেট্রল ছাড়াও জৈব জ্বালানিতে চলবে, ভারতে এই প্রথম হোন্ডার ফ্লেক্স ফুয়েল বাইক দেখা গেল
হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) সম্প্রতি ভারতে তাদের স্ট্রিট নেকেড মোটরসাইকেল CB350F লঞ্চ...হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) সম্প্রতি ভারতে তাদের স্ট্রিট নেকেড মোটরসাইকেল CB350F লঞ্চ করেছে। যার দাম ২.২৬ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। বর্তমানে এদেশে জাপানি ব্র্যান্ডটির পোর্টফোলিওতে মাঝারি আকারের বাইকের মধ্যে রয়েছে CB300R, CB300F ও CB350 twins। এবারে সংস্থাটি এই ক্যাটাগরিতে আরও একটি ডুয়েল স্পোর্টস মোটরসাইকেল লঞ্চের পরিকল্পনা করছে। যার নাম Honda XRE300। ভারতের রাস্তায় ইতিমধ্যেই অ্যাডভেঞ্চার বাইকটির ট্রায়াল রান চালাতে দেখা গিয়েছে। এটি একটি ফ্লেক্স-ফুয়েল (E85) ইঞ্জিন সমেত আসবে। যা পেট্রোলের পাশাপাশি ইথানলের মতো জৈব জ্বালানির সংমিশ্রণেও চলতে সক্ষম। এই XRE 300 মডেলটি ব্রাজিলের বাজারেও বিক্রি করে হোন্ডা।
Honda XRE300 ডিজাইন
স্পাই ছবিতে দেখা গিয়েছে XRE300 আদ্যপ্রান্ত একটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল। যে কারণে এতে রয়েছে দীর্ঘ স্টান্স, লম্বা ট্রাভেল সাসপেনশন এবং একজোড়া স্পোক রিম, এক্সটেন্ডড বিক – যা অ্যাডভেঞ্চার স্টাইলকে আরও সুস্পষ্ট করেছে। এছাড়া অল এলইডি হেডল্যাম্প, এলইডি ইন্ডিকেটর, অল ডিজিটাল এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ফুয়েল লিড এবং একটি উত্থিত হ্যান্ডেল বার উপস্থিত এতে। অ্যালুমিনিয়াম সুইংআর্ম ও উন্মুক্ত চেইন ড্রাইভ অ্যাডভেঞ্চার বাইকটির রিয়ার প্রোফাইলকে স্বয়ংসম্পূর্ণ করেছে। ব্রাজিলের বাজারে XRE300 তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – অ্যাডভেঞ্চার, এবিএস এবং র্যালি।
Honda XRE300 কারিগরি
XRE300 সামনে ও পেছনে যথাক্রমে ২১ ও ১৯ ইঞ্চি হুইলে ছুটবে। হুইলের সাথে সংযুক্ত ৯০/৯০ ফ্রন্ট এবং ১২০/৮০ রিয়ার টায়ার। ১৪৮ কেজি (তেল ছাড়া) ওজনের মোটরসাইকেলটির মাটি থেকে সিটের উচ্চতা ৮৬০ মিমি ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২৫৯ মিমি। প্রথাগত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং একটি প্রো লিঙ্ক রিয়ার মোনোশক সাসপেনশনের দায়িত্ব সামলাবে। ডুয়েল চ্যানেল এবিএস সহ সামনে ও পেছনে আছে যথাক্রমে ২৫৬ মিমি ও ২২০ মিমি ডিস্ক ব্রেক। একটি সেমি ডাবল ক্রিব চ্যাসিসের উপর ভিত্তি করে তৈরি বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ১৩.৮ লিটার।
Honda XRE300 পাওয়ারট্রেন
Honda XRE300-তে উপস্থিত একটি ২৯১.৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, DOHC ইঞ্জিন। পেট্রোল এবং ইথানল উভয় জ্বালানিতে চলতে সক্ষম ইঞ্জিনটির আউটপুট ২৫.৪ এইচপি এবং ২৭ এনএম টর্ক। ইঞ্জিনের সাথে সংযুক্ত একটি সাধারণ ৫-স্পিড গিয়ারবক্স।
Honda XRE300 দাম, প্রতিপক্ষ এবং লঞ্চের সময়কাল
ভারতে Honda XRE300-এর প্রথম পর্যায়ের টেস্টিং শুরু হয়েছে। তাই এর উন্মোচন দেখতে 2023 Auto Expo পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আর ২০২৩-এর মাঝামাঝিতে এটি বাজারে পা রাখবে বলে অনুমান করা হচ্ছে। অ্যাডভেঞ্চার মডেলটির দাম ৩ লক্ষ টাকার কাছাকাছি রাখা হতে পারে। লঞ্চের পর এটি বাজারে BMW G310 GS, KTM 390 Adventure, Royal Enfield Himalayan ও Yezdi Adventure-এর সাথে প্রতিযোগিতায় শামিল হবে।