সস্তায় পাবেন 6000mah ব্যাটারি ও 512GB স্টোরেজ, বাজারে এল Honor Play 60 Plus
বাজারে চলে এল নতুন স্মার্টফোন। গত বছর Honor Play 50 Plus স্মার্টফোনের আপগ্রেড হিসাবে লঞ্চ হয়েছে Honor Play 60 Plus।...বাজারে চলে এল নতুন স্মার্টফোন। গত বছর Honor Play 50 Plus স্মার্টফোনের আপগ্রেড হিসাবে লঞ্চ হয়েছে Honor Play 60 Plus। ফোনটির বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে, Snapdragon 4 Gen 2 প্রসেসর, এবং ৬,০০০ এমএএইচ ব্যাটারি। চলুন Honor Play 60 Plus মডেলের দাম, স্পেসিফিকেশন, ফিচার্স সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Honor Play 60 Plus স্পেসিফিকেশন, ফিচার্স
অনর প্লে ৬০ প্লাস ফোনে আকর্ষণীয় ৬.৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি ৭২০x১৬১০ পিক্সেল রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আইপি৬৪ রেটিং ফোনটিকে জল ও ধুলো থেকে প্রোটেকশন দেবে। ফোনটির অন্যতম বিশেষত্ব ড্রপ ও ইমপ্যাক্ট রেজিট্যান্সের জন্য সুইস এসজিএস ৫ স্টার রেটিং। অনর প্লে ৬০ প্লাস স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর সহ এসেছে।
মিড রেঞ্জ ফোন হলেও ফোনটি ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ৷ সঙ্গে মিলবে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম৷ ৬,০০০ এমএএইচ ব্যাটারি ফোনটিকে শক্তি যোগায়। সঙ্গে রয়েছে ৩৫ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট। সামনে ৫ মেগাপিক্সেল আর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ও ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা বর্তমান। নিরাপত্তার জন্য অনর প্লে ৬০ প্লাস ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করে। ফোনটি চলে অ্যান্ড্রয়েড ১৪ ভার্সনে।
Honor Play 60 Plus দাম
চীনে অনর প্লে ৬০ প্লাস ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। দাম যথাক্রমে ১৪৯৯ ইউয়ান (১৭,২৪০ টাকা) ও ১,৬৯৯ ইউয়ান (১৯,৫৪২ টাকা)। এটি ফ্ল্যান্টম নাইট ব্ল্যাক, মুন শ্যাডো হোয়াইট, এবং ওয়ানডারল্যান্ড গ্রীন কালার অপশনে মিলবে। ভারতে কবে লঞ্চ হবে সেই বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা।