চমৎকার ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর দিয়ে দুর্দান্ত ফোন আনছে Honor, থাকবে সিলিকন ব্যাটারি
অনার সম্প্রতি চীনে ম্যাজিক ভি৩ সিরিজের ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছে। পাশাপাশি সংস্থাটি ম্যাজিকপ্যাড ২...অনার সম্প্রতি চীনে ম্যাজিক ভি৩ সিরিজের ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছে। পাশাপাশি সংস্থাটি ম্যাজিকপ্যাড ২ ট্যাবলেট এবং ম্যাজিকবুক আর্ট ১৪ নোটবুক রিলিজ করেছে চীনে। এবার অনার তাদের নতুন ফ্ল্যাগশিপ ম্যাজিক ৭ সিরিজের উপর কাজ শুরু করে দিয়েছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই লাইনআপের বেস মডেল অর্থাৎ অনার অনার ম্যাজিক ৭ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছে।
নতুন লিক থেকে জানা গিয়েছে, অনার ম্যাজিক ৭ ফোনে ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে ও বড় সিলিকন ব্যাটারি থাকবে। প্রোটোটাইপ মডেলের পিছনে ৫০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। বর্তমানে ডিভাইসটি ওমনিভিশন ওভি৫০এইচ প্রাইমারি ক্যামেরা ও সনি আইএমএক্স৮৮২ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সঙ্গে টেস্ট করা হচ্ছে।
কোয়ালকম তাদের পরবর্তী হাই-এন্ড চিপসেট স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ এই বছর অক্টোবরে লঞ্চ করবে। এই প্রসেসরটি অনর ম্যাজিক ৭ ফোনে থাকবে বলে দাবি করা হয়েছে। চিপটি শাওমি ১৫ সিরিজ, আইকো ১৩, ওয়ানপ্লাস ১৩, রিয়েলমি জিটি ৭ প্রো সহ বিভিন্ন আপকামিং স্মার্টফোনে ব্যবহার হতে চলেছে।
অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, অনার ম্যাজিক ৭ সিরিজের প্রো বা আল্টিমেট ভার্সনে ওলেড প্যানেল, ৬,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল (প্রাইমারি ক্যামেরা) + ৫০ মেগাপিক্সেল (সেকেন্ডারি ক্যামেরা) + ২০০ মেগাপিক্সেল (টেলিফটো) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। অনার ম্যাজিক ৬ সিরিজ গত বছর জানুয়ারিতে লঞ্চ হয়েছিল, ফলে ম্যাজিক ৭ সিরিজ একই সময়ে রিলিজ হওয়ার সম্ভাবনা।