আগে প্রোডাক্ট কিনে পরে অর্থ পরিশোধ করুন, জানুন Amazon Pay Later এর জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবেন

আমরা যারা অনলাইনে শপিং করে থাকি তারা কমবেশী সবাই ‘অ্যামাজন পে লেটার’ (Amazon Pay Later) -এর নাম শুনেছি। এটি জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজনের একটি গুরুত্বপূর্ণ…

আমরা যারা অনলাইনে শপিং করে থাকি তারা কমবেশী সবাই ‘অ্যামাজন পে লেটার’ (Amazon Pay Later) -এর নাম শুনেছি। এটি জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজনের একটি গুরুত্বপূর্ণ ফিচার। ‘অ্যামাজন পে লেটার’-এর মাধ্যমে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্রেডিট পাওয়া যায়, যে টাকাটি পরবর্তী মাসে অথবা ইএমআইয়ের (EMI) মাধ্যমে শোধ করতে হয়। সবচেয়ে সুবিধাজনক বিষয় হল, এই পরিষেবাটি পেতে আপনার ক্রেডিট কার্ডের প্রয়োজন হয় না। কিন্তু, যেটা প্রয়োজন তা হল অ্যামাজনে বেসিক কেওয়াইসি (KYC) রেজিস্ট্রেশন করে রাখা। আর, রেজিস্ট্রেশন করতে আপনার প্রয়োজন হবে মাত্র তিনটি জিনিস- প্যান কার্ড, আধার কার্ড এবং অ্যামাজন অ্যাপ। অবশ্যই মনে রাখবেন, শুধু মাত্র অ্যামাজন অ্যাপের দ্বারাই ‘অ্যামাজন পে লেটার’ (Amazon Pay Later) রেজিস্ট্রেশন করা যাবে। আসুন এবার জেনে নিন কীভাবে অ্যামাজন পে লেটারের জন্য রেজিস্ট্রেশন করবেন।

Amazon Pay Later এর জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবেন

১. প্রথমে আপনার স্মার্টফোনে অ্যামাজন অ্যাপ খুলুন, মনে রাখবেন আপনার অ্যামাজন অ্যাকাউন্টটি যেন লগ-ইন করা থাকে।

২. ওপরে বাঁ দিকের কোণায় যে তিনটি হরাইজন্টাল বার আছে, সেটিতে ট্যাপ করুন, এবং সেখানে ‘অ্যামাজন পে’ অপশনে ক্লিক করুন।

৩. ‘অ্যামাজন পে’ পেজটি খুললে সেখানে দেখতে পাবেন ‘অ্যামাজন পে লেটার গেট সার্টেড’ অপশন, সেটিতে ট্যাপ করুন।

৪. ‘অ্যামাজন পে লেটার’ পেজটি খোলার পর, সেখানে ‘সাইন-আপ ইন সিক্সটি সেকেন্ডস’ অপশনে ট্যাপ করুন।

৫. এরপর যে পেজটি খুলবে, সেখানে আপনার প্যান নম্বর এবং জন্মতারিখের নথি অন্তর্ভুক্ত করে ‘এগ্ৰি অ্যান্ড কন্টিনিউ’ অপশনে ট্যাপ করুন।

৬. পরবর্তী ধাপে, আপনার আধার কার্ড নম্বর নথিভুক্ত করে আবার ‘এগ্ৰি অ্যান্ড কন্টিনিউ’ অপশনে ট্যাপ করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেইল অ্যাড্রেসে একটি ওটিপি পাবেন, সেই ওটিপি টি এন্টার করুন।

৭. ব্যস, এবার আপনার ‘অ্যামাজন পে লেটার’ সেট আপ হয়ে যাবে।

৮. এরপর আপনার কাছে অটো রিপেমেন্টের অপশন আসবে সেটি আপনি স্কিপও করতে পারেন

৯. এরপর প্রোডাক্ট কেনার সময় ‘অ্যামাজন পে লেটার’-এর সুবিধা উপভোগ করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন