ঘরে বসেই ইস্যু হবে ড্রাইভিং লাইসেন্স, নিশ্চিন্তে গাড়ি চালাতে এভাবে অনলাইনে আবেদন করুন

বাইক বা গাড়ি চালানোর প্রতিটি ব্যক্তির লাইসেন্স বা ছাড়পত্র থাকা একান্ত প্রয়োজনীয় একটি বিষয়। আপনার যদি বৈধ লাইসেন্স না থাকে এবং আপনি যান-বাহন চালাতে গিয়ে…

বাইক বা গাড়ি চালানোর প্রতিটি ব্যক্তির লাইসেন্স বা ছাড়পত্র থাকা একান্ত প্রয়োজনীয় একটি বিষয়। আপনার যদি বৈধ লাইসেন্স না থাকে এবং আপনি যান-বাহন চালাতে গিয়ে ধরা পড়েন তাহলে নানাবিধ জটিলতায় জড়িয়ে পড়া অবশ্যম্ভাবী! তাই সবসময় আপনার ড্রাইভিং লাইসেন্স (DL) সঙ্গে রাখুন। সেক্ষেত্রে যে সমস্ত প্রাপ্তবয়স্ক প্রথমবার লাইসেন্সের আবেদন করতে চান এবং এই জাতীয় বিষয় সম্পর্কে তেমন ওয়াকিবহাল নন বলে অস্বস্তিতে রয়েছেন, তাদের সুবিধার জন্যেই আজ রইল কিছু তথ্য।

প্রথমেই বলে রাখি, স্থায়ী ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়ার আগে সবাইকেই লার্নিং লাইসেন্স (LL) ইস্যু করাতে হয়। আগে কেবল অফলাইনে এই প্রাথমিক লাইসেন্সের আবেদন করা যেত, কিন্তু এখন আপনি অনলাইনেও এটির জন্য আবেদন করতে পারবেন। আসুন এখন জেনে নিই কিভাবে ঘরে বসে লার্নিং লাইসেন্সের জন্য আবেদন করবেন।

এভাবে লার্নিং ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করুন

১. এর জন্য আপনাকে প্রথমে https://parivahan.gov.in/parivahan/ ওয়েবসাইট যেতে হবে।

২. ওয়েবসাইটের অনলাইন পরিষেবাগুলিতে যেতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত অপশনগুলিতে ক্লিক করতে হবে।

৩. এতে যে পেজটি খুলবে সেখানে আপনার নিজস্ব শহর নির্বাচন করতে হবে।

৪. এরপর অনেকগুলি অপশন সমেত একটি পপ-আপ আসবে যেখানে থেকে আপনাকে ‘ইস্যু অফ লার্নার্স লাইসেন্স’-এ ক্লিক করতে হবে।

৫. এখানে আধার নম্বর ব্যবহার করে আবেদনকারীরা তাদের বাড়ি বা যেকোনো পছন্দের জায়গা থেকে পরীক্ষা দিতে পারেন এবং তাৎক্ষণিকভাবে ই-লার্নার লাইসেন্স পেতে পারেন। মনে রাখবেন আধার বিহীন আবেদনকারীদের এক্ষেত্রে নির্দিষ্ট অফিসে গিয়ে পরীক্ষা দিতে হবে।

৬. এর পর আপনাকে নিচে দেওয়া ‘কন্টিনিউ’ অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে একটি পেজ খুলবে যেখানে আপনাকে ক্যাটাগরি জিজ্ঞাসা করা হবে। এটিতে আপনাকে আপনার বিভাগ পূরণ করতে হবে।

৭. এছাড়াও তিনটি বিকল্প দেওয়া হবে যার মধ্যে আবেদনকারীদের সঠিকটি বেছে নিতে হবে। এই তিনটি বিকল্প হল –

• আবেদনকারীর কোনো ড্রাইভিং/লার্নার লাইসেন্স নেই,
• আবেদনকারীর ড্রাইভিং লাইসেন্স আছে,
• আবেদনকারীর লার্নার লাইসেন্স রয়েছে

৮. এরপরে আপনাকে আধার প্রমাণীকরণের মাধ্যমে বিশদ জমা দিতে হবে।

৯. এতে ফের একটি পপ-আপ আসবে।

১০. এখানে আপনাকে আধার নম্বর লিখতে হবে এবং ওটিপি আসার পর অথেন্টিকেশন সম্পন্ন করতে হবে।

১১. এরপরে আপনার সমস্ত বিবরণ খোলা হবে। যদি আপনার বিস্তারিত এখানে লেখা না থাকে তাহলে আপনাকে সেগুলো পূরণ করতে হবে।

১২. নীচে আপনাকে যানবাহনের শ্রেণি নির্বাচন করতে হবে। তারপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।.

১৩. এক্ষেত্রে আপনি দুটি পপ-আপ পাবেন যেখানে আপনাকে ‘ওকে’ ক্লিক করতে হবে।

১৪. এখন যে পেজটি খুলবে সেখানে আবেদনের রেফারেন্স স্লিপ দেওয়া হবে। এর নিচে ‘নেক্সট’-এ ক্লিক করুন।

১৫. এইসব কিছু হয়ে গেলে আপনাকে ফটো এবং স্বাক্ষর আপলোড করতে হবে, তারপরে ই-সাইন ডকুমেন্ট এবং ফি দিতে হবে।

১৬. এত কিছু করার পরে আপনাকে পরীক্ষার স্লট বুক করতে হবে এবং তার পরেই আপনি পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষায় পাস করলে, আপনাকে একটি লার্নিং লাইসেন্স দেওয়া হবে।