Tatkal Passport Apply: কীভাবে তৎকাল পাসপোর্ট এর জন্য আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে
একথা হয়তো অনেকেই জানেন যে ভারতে বসবাসকারী কোনো ব্যক্তি পাসপোর্টের জন্য আবেদন করলে, সাধারণত দেশের পররাষ্ট্র মন্ত্রক...একথা হয়তো অনেকেই জানেন যে ভারতে বসবাসকারী কোনো ব্যক্তি পাসপোর্টের জন্য আবেদন করলে, সাধারণত দেশের পররাষ্ট্র মন্ত্রক (Ministry of External Affairs) তা অনুমোদন করে থাকে। এই প্রক্রিয়া কিছুটা হলেও সময়সাপেক্ষ। আবেদন জমা করার পর এক্ষেত্রে পাসপোর্ট হাতে পাওয়ার জন্য আবেদনকারীকে অন্তত ৩০টি কর্মদিবসের অপেক্ষা স্বীকার করতে হয়। তবে যারা এর এর চেয়ে কম সময়ে পাসপোর্ট লাভ করতে ইচ্ছুক তারা পররাষ্ট্র মন্ত্রকের প্রতি তৎকাল পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষার পর খুব অল্প সময়ের মধ্যেই আবেদনকারী তার পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। এই তৎকাল পাসপোর্ট লাভের জন্য, কিভাবে অনলাইনে আবেদন জমা করতে হবে, তা নিচে উল্লেখ করা হল।
তৎকাল পাসপোর্ট লাভের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন জমা করুন এভাবে (How to get tatkal Passport in India)
১। প্রথমে Passport Seva -র অফিসিয়াল পোর্টালে নিজের নাম নথিভুক্ত করুন।
২। এবার আইডি (ID) ও পাসওয়ার্ড দিয়ে লগইন (Login) সেরে নিন।
৩। এবারে আপনি দুটি বিকল্প, যথা, Fresh ও Re-Issue দেখতে পাবেন। এদের মধ্যের যে কোনো একটি বিকল্প বেছে নিন।
৪। স্কিম টাইপের (Scheme Type) ক্ষেত্রে 'Tatkaal' অপশন সিলেক্ট করুন।
৫। এরপর অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোডের পর তা পূরণ করুন।
৬। এবারে অনলাইনে ফর্মটি জমা/Submit করে দিন।
৭। পেমেন্ট প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।
৮। অনলাইন পেমেন্টের রিসিপ্ট প্রিন্ট করে নিজের কাছে রাখুন।
৯। সবশেষে নিকটবর্তী পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।
ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করতে হলে বসবাসের প্রমাণ হিসেবে এই নথিগুলি জমা করা যাবে (Required Document for Passport in India)
১। ছবিসমেত ব্যাঙ্কের পাস বই
২। ল্যান্ডলাইন/পোস্টপেইড মোবাইল বিল
৩। বাড়িভাড়ার চুক্তির কাগজ
৪। বিদ্যুতের বিল
৫। ভোটার আইডি
৬। জলের বিল
৭। আয়কর মূল্যায়ন আদেশ
৮। আধার কার্ড
৯। পিতা/মাতার পাসপোর্টের প্রথম ও শেষ পৃষ্ঠার নকল
১০। নামজাদা কোম্পানির নিয়োগকর্তার সার্টিফিকেট
১১। পতি/পত্নির পাসপোর্টের প্রথম ও শেষ পৃষ্ঠার নকল
ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করতে হলে জন্মপ্রমাণ হিসেবে এই নথিগুলি জমা করা যাবে
আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/ড্রাইভিং লাইসেন্স/জন্ম প্রমাণপত্র/স্কুল বা ট্রান্সফার সার্টিফিকেট/ অনাথাশ্রম অথবা চাইল্ড কেয়ার হোম প্রধানের সার্টিফিকেট।