Corona Vaccine: এবার হোয়াটসঅ্যাপ থেকেই হবে টিকার বুকিং, কীভাবে করবেন জেনে নিন

কোভিডের তৃতীয় কেউ এড়াতে কেন্দ্রীয় সরকার টিকাকরণের উপর সর্বোচ্চ জোর আরোপ করেছে। ইতিমধ্যেই দেশের একটা বড় অংশের মানুষ টিকা পেয়েছেন। যদিও এর বাইরেও বহু মানুষ…

কোভিডের তৃতীয় কেউ এড়াতে কেন্দ্রীয় সরকার টিকাকরণের উপর সর্বোচ্চ জোর আরোপ করেছে। ইতিমধ্যেই দেশের একটা বড় অংশের মানুষ টিকা পেয়েছেন। যদিও এর বাইরেও বহু মানুষ এমন রয়েছেন যারা এখনো পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়ে উঠতে পারেননি! এই ধরনের জনতার উদ্দেশ্যে জানিয়ে রাখি, বর্তমানে টিকা প্রাপ্তির পদ্ধতি অত্যন্ত সহজ। এমনকি হোয়াটসঅ্যাপ (Whatsapp) ব্যবহার করেও এখন টিকা গ্রহণের জন্য স্লট বুক করা সম্ভব। বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমেই কাজটি করে ফেলা যায়। এজন্য আগ্রহীকে মাইগভ করোনা হেল্পডেস্কের (MyGov Corona Helpdesk) হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ পাঠাতে হবে। মেসেজে Book Slot টাইপ করে সেন্ড করার পর বাকি নির্দেশগুলি অনুসরণ করলেই স্লট বুক হয়ে যাবে। এর ফলে বহু মানুষ উপকৃত হবেন বলে মাইগভ সংস্থার পক্ষ থেকে দাবী করা হয়েছে।

WhatsApp-এর মাধ্যমে Covid ভ্যাকসিন স্লট বুক করা যাবে

হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোভিড টিকার স্লট বুক করার ফিচারের কথা বলতে গিয়ে MyGov -এর সিইও (CEO) অভিষেক সিংহ সরকার স্বীকৃত পোর্টালটির প্রশংসা করেছেন। প্রযুক্তি এবং সদিচ্ছা একত্রিত হলে তার দ্বারা যে মানুষ সবসময়েই উপকৃত হন, মাইগভ করোনা হেল্পডেস্ক সেটা প্রমাণ করে দেখিয়েছে বলেও অভিষেক দাবী করেন। লঞ্চের পর থেকেই এই সংস্থা লক্ষ লক্ষ মানুষের কাছে করোনা সংক্রান্ত সঠিক তথ্য পৌঁছে দিয়েছে। তাছাড়া বর্তমানে এই মঞ্চ ব্যবহার করে টিকার স্লট বুকিং এবং ভ্যাক্সিনেশনের শংসাপত্র ডাউনলোড করা সম্ভব হচ্ছে যা সত্যিই সুবিধাজনক। সর্বোপরি তাদের পাশে দাঁড়ানোর জন্য অভিষেক হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন। এখন পর্যন্ত মোট ৩২ লক্ষ মানুষ হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের টিকা প্রাপ্তির শংসাপত্র ডাউনলোড করেছেন বলেও জানা গিয়েছে।

MyGov হেল্পডেস্কের নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোভিড টিকার স্লট বুক করতে হলে নীচের পদ্ধতি অনুসরণ করুন –

১. প্রথমে নিজের ডিভাইসে MyGov সহায়তা কেন্দ্রের নম্বর (9013151515) সেভ করতে হবে।

২. এরপর হোয়াটসঅ্যাপে চ্যাট উইন্ডো ওপেন করার পর ‘Book Slot’ লিখে নম্বরটিতে পাঠিয়ে দিন।

৩. এখন MyGov আপনাকে ৬ অঙ্কের ওটিপি (OTP) সংখ্যা সেন্ড করবে। সংখ্যাটি এন্টার করুন।

৪. এবার MyGov কো-উইন (CoWin) পোর্টালে আপনার নম্বরের মাধ্যমে দাখিল করা প্রতিটি সদস্যের নাম দেখাবে।

৫. নির্দেশ অনুযায়ী ১/২/৩ সিলেক্ট করুন।

৬. নিজের এলাকার পিন কোড এন্টার করুন। সঙ্গে সঙ্গেই আপনার নিকটবর্তী টিকাকেন্দ্রগুলি স্ক্রিনে ভেসে উঠবে।

৭. অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করে নির্দিষ্ট দিনে টিকাকেন্দ্রে হাজির হয়ে টিকা গ্রহণ করুন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন