স্মার্টফোন কেনার সময় প্রসেসরের পাশাপাশি দেখে নিন GPU, কি কি কাজ করে জেনে নিন
বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা দিনকে দিন বাড়ছে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই একটি মোবাইল কেনার সময়ে শুধুমাত্র...বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা দিনকে দিন বাড়ছে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই একটি মোবাইল কেনার সময়ে শুধুমাত্র লুকের প্রতি আকর্ষিত হয়ে বা ক্যামেরা ও ব্যাটারি ক্যাপাসিটি দেখেই সেটি কিনে নিই। তবে এসবের পাশাপাশি ফোনের ইন্টারনাল পার্টস সম্পর্কেও খোঁজখবর নেওয়া দরকার। কেননা, সফ্টওয়্যার এবং হার্ডওয়্যারই মূলত ফোনের প্রাণ ও মস্তিষ্ক স্বরূপ। আপনি যদি দীর্ঘ সময় পর্যন্ত ভালোপারফরম্যান্স অফার করবে এমন একটি ফোনের খোঁজ করে থাকেন, তবে তাতে শক্তিশালী প্রসেসর ও GPU সমন্বিত আছে কিনা সেই সম্পর্কেও নিশ্চিত হন। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে, ভালো প্রসেসর যুক্ত স্মার্টফোন কীভাবে চিহ্নিত করবেন? বা মোবাইলে GPU থাকা কেন গুরুত্বপূর্ণ? এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনারা আমাদের এই প্রতিবেদন থেকে পেয়ে যাবেন।
প্রসেসর কি?
প্রসেসর - স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবের মতো যেকোনো ইলেকট্রনিক ডিভাইসের অপরিহার্য অংশ। একটি প্রসেসর বা মাইক্রোপ্রসেসর হল কয়েক মিলিয়ন ট্রানজিস্টর (Transistor) দিয়ে গঠিত একটি সংহত সার্কিট। আরেকটু সহজ করে বললে, প্রসেসর হল মোবাইলের বোর্ডে লাগানো একটি ছোট্ট চিপ যা ডিভাইসের সকল গুরুত্বপূর্ণ কাজ করতে সক্ষম। প্রসেসর মোবাইলের ক্ষেত্রে মস্তিষ্কের ন্যায় কাজ করে। আর দিনকে দিন যেভাবে মোবাইলে নিত্যনতুন ফাংশন যুক্ত করা হচ্ছে, তাতে প্রসেসরের উপর চাপ বাড়ছে। এমন অবস্থায় বিভিন্ন কাজের জন্য প্রসেসরকে অনেক অংশে ভাগ করা হয়। এই অংশগুলিকে কোর বলা হয়। যেমন অক্টা-কোর, হেক্সা-কোর ইত্যাদি। মনে করা হয়, যে স্মার্টফোনে যত বেশি কোর আছে, সেটি তত ভালো পারফরম্যান্স অফার করে। এক্ষেত্রে ফোনে ব্যবহৃত প্রসেসরে কয়টি কোর আছে তা চিপসেটের নামের সাথেই অনেক ক্ষেত্রে উল্লেখ করা থাকে।
প্রসেসর এবং CPU কি একই জিনিস?
প্রযুক্তিগত পরিভাষায় প্রসেসরকেই সিপিইউ অর্থাৎ 'সেন্ট্রাল প্রসেসিং ইউনিট' বলা হয়। তবে বর্তমান সময়ে সিপিইউর পাশাপাশি ফোনে জিপিইউ নামক পার্টটিও জরুরি হয়ে পড়েছে। আসুন জেনে নিই জিপিইউ -এর কাজ কি এবং একটি শক্তিশালী প্রসেসর থাকা সত্ত্বেও কেন মোবাইলে জিপিইউ প্রয়োজনীয়।
GPU এর কাজ কি?
জিপিইউ -এর 'ফুল ফর্ম' বা পূর্ণ রুপ হল 'গ্রাফিক্স প্রসেসর ইউনিট'। এটি মোবাইলের যাবতীয় গ্রাফিক্সের, অর্থাৎ কালার কম্বিনেশন, ভাল ছবি তৈরীর কাজ করে। বর্তমান সময়ে মোবাইলে - এইচডি, ফুল এইচডি, ৪কে ৮কে বিবিধ রেজোলিউশনে ভিডিও বা ছবি দেখা সম্ভব। এক্ষেত্রে, ছবির মান বজায় রাখার গুরুভার জিপিইউ পালন করে। আবার মোবাইলে যাতে ভারী গেম খেলা যায় তার জন্য গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়ে থাকে। এমত পরিস্থিতিতে, জিপিইউ, গ্রাফিক্সের পারফরম্যান্স ট্র্যাক করার মাধ্যমে হাই-গ্রাফিক্স ভিডিও এবং গেমিং চালানোর জন্য সাহায্য করে। একই সাথে, গেম খেলা বা ভিডিও দেখার সময় যাতে ফ্রেম ড্রপ কম হয় এবং ওভার হিটিংয়ের সমস্যা না দেখা দেয়, তাও নিশ্চিত করে জিপিইউ। তাই এইসকল কারণের জন্য ফোনে প্রসেসর বা সিপিইউয়ের পাশাপাশি জিপিইউ থাকাও দরকার। তাই জিপিইউ ভার্সন যাতে লেটেস্ট থাকে, তা সর্বদা খেয়ালে রাখতে হবে স্মার্টফোন কেনার সময়।