CBSE 10 12 Result: অনলাইনে সিবিএসই রেজাল্ট কীভাবে চেক করবেন, মার্কশিট কীভাবে ডাউনলোড করবেন
CBSE Results 2022: শীঘ্রই সিবিএসই (CBSE) বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বোর্ড...CBSE Results 2022: শীঘ্রই সিবিএসই (CBSE) বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বোর্ড পরীক্ষার (২০২২) ফল প্রকাশ করতে চলেছে। ডিজিলকার (DigiLocker) এবং সিবিএসই ওয়েবসাইট সহ আরো বেশ কিছু পোর্টাল থেকে সংগ্রহ করা যাবে এই ফলাফল। সঙ্গে ডিজিলকার অ্যাপ ব্যবহার করেও পড়ুয়ারা তাদের ফল ডাউনলোড করতে পারবেন। যদিও এজন্য পড়ুয়াদের আগে নিজস্ব স্কুলের পক্ষ থেকে বৈধ পিন (PIN) নম্বর জোগাড় করতে হবে। চিন্তার কোনও কারণ নেই, কারণ এক্ষেত্রে স্কুল আপন উদ্যোগেই পড়ুয়াদের উল্লিখিত পিন (PIN) সরবরাহ করবে। পিন প্রাপ্তির পর ছাত্রছাত্রীরা একদম অনায়াসে তাদের ডিজিটাল মার্কশিট লাভ করতে পারবেন।
প্রসঙ্গত আর একটি বিষয় এখানে উল্লেখ্য, ডিজি লকার অ্যাপ বা ওয়েবসাইট থেকে মার্কশিট সংগ্রহ করতে হলে ছাত্রছাত্রীদের আগে নতুন ডিজিলকার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তবে যারা পূর্বেই ডিজিলকার অ্যাকাউন্ট তৈরি করেছেন তারা তা সক্রিয় (Activate) করলেই মার্কশিট ডাউনলোড করতে পারবেন।
নীচে DigiLocker App থেকে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর মার্কশিট সংগ্রহের উপায় বর্ণণা করা হল -
১। প্রথমে নিজের স্মার্টফোনে DigiLocker অ্যাপ ওপেন করুন।
২। স্ক্রিনে হাজির 'CBSE results' বিকল্পটি বেছে নিন।
৩। যে ক্লাসের ফলাফল ডাউনলোড করতে চান সেটি (দশম বা দ্বাদশ) এন্টার করুন।
৪। স্কুল কোড ও রোল নম্বরের পাশাপাশি স্কুলপ্রদত্ত পিন (PIN) দাখিল করে নিজের ডিজিলকার অ্যাকাউন্ট সক্রিয় করুন।
৫। সমস্ত ডিটেইলস যাচাই করুন। তারপর নিজের মোবাইল নম্বর দাখিল করে দিন।
৬। মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি (OTP) প্রদান করুন।
৭। এবার ভেরিফিকেশনের পর আপনার DigiLocker অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। ফলপ্রকাশের পর এখান থেকেই মার্কশিট ডাউনলোড করা যাবে।
৮। অ্যাপ ছাড়া ডিজিলকার ওয়েবসাইটে (www.digilocker.gov.in) গিয়ে উপরের ধাপগুলি অনুসরণের দ্বারা ছাত্রছাত্রীরা তাদের ফলাফল সংগ্রহ করতে পারবেন।
এছাড়া CBSE অফিসিয়াল ওয়েবসাইটে (www.cbse.gov.in) গিয়ে মার্কশিট পেতে হলে -
১। ওয়েবসাইট ওপেন করুন।
২। 'Results' সেকশনে ক্লিক করুন।
৩। পরীক্ষা সংক্রান্ত তথ্য যথা - রোল নম্বর, স্কুল কোড, ডেট অফ বার্থ প্রদান করুন।
৪। এবার 'Submit' বাটনে ক্লিক করে ফল সংগ্রহ করা যাবে।
রইল আরো কিছু ওয়েবসাইট যেখান থেকে মার্কশিট সংগ্রহ করা যাবে -
১। cbseresults.nic.in
২। results.gov.in
৩। parikshasangam.cbse.gov.in