আসলটি হারানোর ভয় নেই, ডিজিটাল Driving License ডাউনলোড করুন এই তিন পদ্ধতিতে

প্রতিদিনের ব্যস্ত জীবনে চলাফেরার সময় আমরা প্রায়শই আমাদের জরুরী নথিপত্র (Document) হাতছাড়া করে ফেলি। এর ফলে আমাদের কম...
SUPARNAMAN 9 July 2022 8:37 PM IST

প্রতিদিনের ব্যস্ত জীবনে চলাফেরার সময় আমরা প্রায়শই আমাদের জরুরী নথিপত্র (Document) হাতছাড়া করে ফেলি। এর ফলে আমাদের কম সমস্যার মুখে পড়তে হয়না! সত্যি কথা বলতে পথে যাতায়াতের সময় সর্বদা প্রয়োজনীয় নথি সঙ্গে রাখাটা একটু হলেও 'রিস্কি'। তার বদলে গুরুত্বপূর্ণ নথির ডিজিটাল বিকল্প নিয়ে ঘোরাফেরা অবশ্য নিতান্তই কম ঝুঁকির ব্যাপার।

যেমন এক্ষেত্রে ড্রাইভার্স লাইসেন্সের কথাই ধরা যাক। যাতায়াতের পথে এটি আমাদের জন্য এক অতীব প্রয়োজনীয় নথি। এরকম প্রয়োজনীয় নথি হাতছাড়া হলে তা যে ঠিক কিরূপ ভয়ানক সমস্যার জন্ম দেয় সেকথা অল্পবিস্তর সকলেরই জানা। সুতরাং বাইরে বেরোলে আসল ড্রাইভার্স লাইসেন্স সঙ্গে না নিয়ে তার বদলে ই-ড্রাইভার্স লাইসেন্স সঙ্গে নেওয়া যেতে পারে। নীচে ডিজিটাল অর্থাৎ ই-ড্রাইভার্স লাইসেন্স ডাউনলোডের তিনটি সহজ পদ্ধতি উল্লেখ করা হল। এদের মধ্যে যে কোনো একটি পদ্ধতিতে আগ্রহীরা ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে পারবেন।

প্রথম পদ্ধতি:

১। প্রথমে পরিবহন সেবা ওয়েবসাইট (যথা - https://parivahan.gov.in/) ওপেন করুন।

২। এবার 'Online Services' বিকল্পে গিয়ে 'Driver's Licence Related Services' -এ ক্লিক করুন।

৩। এবার স্ক্রিনে ভেসে ওঠা ড্রপ-ডাউন মেনু থেকে নিজের রাজ্যের নাম সিলেক্ট করতে হবে।

৪। 'Driving Licence' সেকশনে যান। পরে 'Print Driving Licence' অপশন সিলেক্ট করুন।

৫। অ্যাপ্লিকেশন পূরণ করুন এবং নিজের জন্মের তারিখ প্রদান করুন।

৬। এবার আপনি লাইসেন্সটি প্রিন্ট কিংবা পিডিএফ (Pdf) রূপে সেভ (save) করতে পারবেন। এক্ষেত্রে 'Submit' বাটনে ক্লিক করুন এবং নিমেষে লাইসেন্স সংক্রান্ত তথ্য লাভ করুন।

দ্বিতীয় পদ্ধতি:

১। প্রথমেই ডিজিলকার ওয়েবপেজে (যথা - https://digilocker.gov.in/) পৌঁছে যান।

২। উপরে বাঁদিকের কোণ থেকে 'Search Documents' সেকশন বেছে নিন।

৩। এবার 'Driving Licence' বিকল্পে ক্লিক করুন।

৪। 'Ministry of Road Transport and Highways' -এ ট্যাপ করুন।

৫। নিজের ড্রাইভিং লাইসেন্স নম্বর প্রদান করে 'Get the Document' বিকল্প বেছে নিন।

৬। এরপর আপনি পিডিএফ রূপে ড্রাইভার্স লাইসেন্স সেভ করার বিকল্প পেয়ে যাবেন।

তৃতীয় পদ্ধতি:

১। স্মার্টফোনে Digilocker অ্যাপ ওপেন করুন।

২। এবার 'Documents you might need' বিভাগে গিয়ে হোমপেজে উপস্থিত 'Driving Licence' অপশন বেছে নিন।

৩। 'Ministry of Road Transport and Highways' সিলেক্ট করুন।

৪। নিজের ড্রাইভিং লাইসেন্স নম্বর প্রদান করে 'Get the Document' বিকল্প বেছে নিন।

৫। পিডিএফ রূপে উপলব্ধ লাইসেন্স সেভ করুন।

Show Full Article
Next Story