Earn Money Online: ঘরে বসে মাসে ৬০,০০০ টাকা পর্যন্ত আয় করতে চান? ফোনে রাখুন এই তিনটি অ্যাপ

বর্তমান যুগে ঘরে বসে টাকা রোজগার করা কোনো অলীক কল্পনা নয়। এখনকার ডিজিটাল দুনিয়ায় ইন্টারনেটে উপলব্ধ একাধিক অ্যাপের সহায়তায় ঘরে বসে আয় করা নিতান্তই খুব…

বর্তমান যুগে ঘরে বসে টাকা রোজগার করা কোনো অলীক কল্পনা নয়। এখনকার ডিজিটাল দুনিয়ায় ইন্টারনেটে উপলব্ধ একাধিক অ্যাপের সহায়তায় ঘরে বসে আয় করা নিতান্তই খুব সহজ একটি কাজ। আর দু-চার টাকা নয়, বেশ মোটা টাকাই এর সুবাদে পকেটে আসছে বহু মানুষের যার ফলে এখন চাকুরীজীবীরাও আয়ের দ্বিতীয় উৎস হিসেবে এই পথে হাঁটা শুরু করেছেন। আপনিও কি আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে বেশ কিছু টাকা আয় করতে চান? তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার বিশেষভাবে কাজে আসবে। আসলে আজ আমরা এমন তিনটি অ্যাপের কথা বলতে চলেছি, যেগুলি ঘরে বসে আপনাদেরকে মোটা অঙ্কের টাকা রোজগার করতে ব্যাপকভাবে সাহায্য করবে। তাহলে চলুন, অ্যাপগুলির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

এই অ্যাপগুলি থেকে আয় করা যাবে

FreeCash: ঘরে বসে টাকা রোজগার করার জন্য অন্যতম সেরা একটি অ্যাপ্লিকেশন হল FreeCash। এখানে ইউজারদের বিভিন্ন রকমের টাস্ক দেওয়া হয়, যেগুলি সময়মতো শেষ করতে পারলেই তারা মোটা টাকা আয় করতে সক্ষম হবেন। আর খুব কষ্টসাধ্য কাজ নয় কিন্তু, সার্ভে করা বা গেম খেলার মতো সহজ কিছু কাজ করেই মাসের শেষে হাতের মুঠোয় হাজার হাজার টাকা পেয়ে যাবেন ব্যবহারকারীরা। আর এই কারণেই ২০২০ সালে চালু হওয়া এই অ্যাপটির মাত্র দু-বছরের মধ্যেই ইউজারবেস হয়ে গিয়েছে আকাশছোঁয়া। অ্যাপটির মারফত ইউজাররা গড়ে প্রতিদিন ২০ ডলারেরও (প্রায় ১,৫০০ টাকা) বেশি আয় করতে পারবেন।

The Panel Station: এটি একটি সার্ভে অ্যাপ, যেখানে বিভিন্ন সংস্থার সার্ভে কমপ্লিট করে টাকা আয় করার সুযোগ পাওয়া যাবে। তবে বর্তমান যুগে প্রচুর পরিমাণে ঘটা সাইবার জালিয়াতির জন্য অনেকেই এই ধরনের অ্যাপগুলিকে ঠিক ভরসা করেন না। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে, এই অ্যাপে বিভিন্ন সরকারি সংস্থার সার্ভে করারও সুযোগ পাবেন ব্যবহারকারীরা। ফলে মাসের শেষে টাকা পেতে তাদেরকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। মোটামুটি ৩০ সেকেন্ড থেকে ১০ মিনিটের মধ্যে ইউজারদেরকে এই সার্ভেগুলি কমপ্লিট করতে হবে। আর দীর্ঘমেয়াদি সার্ভের ক্ষেত্রে ব্যবহারকারীরা বেশ মোটা টাকা রোজগারের সুযোগ পাবেন। এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই দিনে ২,০০০ টাকা পর্যন্ত আয় করা যায়। ফলে এই অ্যাপ ব্যবহার করলে মাসের শেষে ইউজারদের অ্যাকাউন্ট যে ফুলেফেঁপে উঠতে বাধ্য, সেকথা নিশ্চয়ই আর আপনাদের বুঝে নিতে কোনো অসুবিধা হচ্ছে না।

TaskBucks: TaskBucks অ্যাপেও ইউজারদেরকে বিভিন্ন ধরনের কাজ দেওয়া হয়, যেমন – অ্যাপ ইন্সটল করা, ভিডিও দেখা, ইত্যাদি। এই সমস্ত টাস্কগুলিকে অ্যাপের ডিসপ্লেতে দেখা যায়, যেগুলি যথাযথভাবে কমপ্লিট করলে সহজেই ইউজাররা মোটা টাকা রোজগার করতে পারবেন। সবচেয়ে বড়ো কথা হল, অ্যাপটির প্রোমোশনের উদ্দেশ্যে আপনি যদি কোনো একজন ইউজারকে এই অ্যাপটি ইনস্টল করার জন্য রাজি করাতে পারেন, তাহলেই আপনার অ্যাকাউন্টে চলে আসবে ২৫ টাকা। অর্থাৎ, শুধুমাত্র রেফারেল টাস্ক করেই ৪০০-৫০০ টাকা অনায়াসে পকেটে পুড়তে সক্ষম হবেন ইউজাররা। তাহলে এবার আপনিই ভেবে দেখুন যে, এর সাথে আরও অন্যান্য কাজ করলে মাসে কত টাকা আয় করা যাবে!

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন