JioCloud: জিও ব্যবহারকারীরা বিনামূল্যে পাবেন ক্লাউড স্টোরেজ, কীভাবে মিলবে 100GB স্টোরেজ

মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের 47-তম বার্ষিক সাধারণ সভায় ঘোষণা করেছিলেন যে, Jio ব্যবহারকারীরা 100GB এআই ক্লাউড স্টোরেজ একেবারে বিনামূল্যে পাবেন। আর এই JioCloud স্টোরেজে নিরাপদে…

how to get jiocloud free 100gb storage for jio users how to use it

মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের 47-তম বার্ষিক সাধারণ সভায় ঘোষণা করেছিলেন যে, Jio ব্যবহারকারীরা 100GB এআই ক্লাউড স্টোরেজ একেবারে বিনামূল্যে পাবেন। আর এই JioCloud স্টোরেজে নিরাপদে ছবি, ভিডিও সহ বিভিন্ন ফাইল সেভ করে রাখা যাবে এবং যখন ইচ্ছা ব্যবহার করা যাবে।

জিও ক্লাউড স্টোরেজ কী

প্রথমেই জেনে নেওয়া যাক জিও ক্লাউড আসলে কী। জিও ক্লাউড হল রিলায়েন্স জিও-র নতুন ক্লাউড স্টোরেজ পরিষেবা। এটি গুগল ড্রাইভ এর মতো একটি ক্লাউড-ভিত্তিক স্টোরেজ পরিষেবা। সংস্থার অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে যে কোনও ডিভাইস থেকে জিও ক্লাউড ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: ভয়েস ট্রান্সক্রাইব থেকে জেনমোজি, iPhone 16 ও 16 Plus বিশেষ এই 5 ফিচার সহ লঞ্চ হবে

JioCloud স্টোরেজ কীভাবে ব্যবহার করবেন

  • জিও ক্লাউড স্টোরেজ ব্যবহার করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে জিও ক্লাউড অ্যাপটি ডাউনলোড করুন।
  • এরপরে, আপনার জিও নম্বর ব্যবহার করে সাইন ইন করতে হবে বা একটি নতুন অ্যাকাউন্ট বানাতে হবে।
  • তারপরে, আপনার ডিভাইস থেকে যে ফাইলগুলি আপলোড করতে চান সেগুলি সিলেক্ট করে আপলোড বাটনে ক্লিক করুন।
  • এবার ফাইলগুলি ফোল্ডারে সেভ করুন, প্রয়োজনে এখানে ফাইলগুলির নাম পরিবর্তন করতে পারবেন।
  • এখান থেকে অন্যের সাথে ফাইলগুলি শেয়ার করতে পারবেন।

আরও পড়ুন: ঘরে আনুন 43 ইঞ্চি স্ক্রিনের সবচেয়ে সস্তা Full HD স্মার্ট টিভি, এখান থেকে কিনুন

মনে রাখবেন, জিও ক্লাউড প্ল্যাটফর্মটি ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করতে চাইলে ল্যাপটপ বা পিসি থেকে খুলতে হবে। এক্ষেত্রে আপনি খুব সহজেই ফোনে সেভ করা ফাইলগুলি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন