Android Smartphone: অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের সতর্ক করল সরকারের সাইবার সিকিউরিটি টিম

এই ডিজিটাল যুগে স্মার্টফোনের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বর্তমানে স্মার্টফোনেই আমাদের ব্যাঙ্কের...
PUJA 13 Sept 2024 4:51 PM IST

এই ডিজিটাল যুগে স্মার্টফোনের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বর্তমানে স্মার্টফোনেই আমাদের ব্যাঙ্কের তথ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্য উপস্থিত থাকে। এমতাবস্থায়, সাইবার থ্রেট (Cyber Threats) আমাদের জন্য ভীষণই বিপদ জনক। তবে, এই ধরনের সমস্যা যখনই দেখা দেয় তখনই ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) বিভিন্ন সতর্কতা জারি করে। সম্প্রতি এই সংস্থাটি দেশের Android ব্যবহারকারীদের জন্য একটি সতর্কতা জারি করেছে। যেখানে তারা জানিয়েছে অ্যান্ড্রয়েড ১২, ১২এল, ১৩ এবং ১৪ ব্যবহারকারীদের অপারেটিং সিস্টেমে এই গুরুতর দুর্বলতা লক্ষ্য করা গেছে।

সিইআরটি-ইন, ফ্রেমওয়ার্ক, সিস্টেম এবং গুগল প্লে সিস্টেম আপডেট সহ অ্যান্ড্রয়েডের বিভিন্ন উপাদানে একাধিক দুর্বলতা চিহ্নিত করেছে। এছাড়াও, তারা বলেছে এই দুর্বলতার কারণে হ্যাকাররা স্মার্টফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা নিজেদের কাজে লাগাতে পারে, উন্নত সুযোগ-সুবিধা প্রদান করতে পারে, এমনকি ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অফ-সার্ভিসের মতো (DDoS) আক্রমণ করে ডিভাইসে বিভিন্ন রকম ত্রুটিও সৃষ্টি করতে পারে।

আরও পড়ুন : AMOLED ডিসপ্লে, 80W চার্জিং, VC কুলিং ফিচার্স নিয়ে লঞ্চ হল Realme P2 Pro 5G

কারা সব থেকে বেশি বিপদে পড়তে পারে?

এই মুহূর্তে যেসব অ্যান্ড্রয়েড ডিভাইস পুরানো ভার্সনের চলছে বা যাদের ফোনে লেটেস্ট সিকিউরিটি প্যাচ নেই, সেই সকল হ্যান্ডসেটগুলি এই ত্রুটির দ্বারা প্রভাবিত হতে পারে। সাইবার অপরাধীরা সহজেই এই ত্রুটিকে কাজে লাগিয়ে পুরানো ভার্সনের ডিভাইসগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে এবং ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সহজে অ্যাক্সেস করতে পারে।

এই দুর্বলতা বিপদজনক কেন?

এই ত্রুটির ফলে হ্যাকাররা ব্যবহারকারীর অ্যান্ড্রয়েড ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করতে পারে। অথবা তারা ডিডিওএস অ্যাটাকও করতে পারে, যা ফোনের কার্যকারিতাকে সম্পূর্ণ ব্যাহত করতে সক্ষম। এছাড়াও, যেহেতু স্মার্টফোনে অনলাইন ব্যাঙ্কিং ডিটেইলস থাকে এবং এর মাধ্যমে গোপনীয় ডেটা, লোকেশন ভাগ করে নেওয়ার মতো সংবেদনশীল কাজও করা হয়, তাই এই ত্রুটি বিপদজনক হয়ে উঠতে পারে।

আরও পড়ুন : পুজোর আগেই মহা ধামাকা, Redmi Note 14 সিরিজ আসছে এই মাসে, থাকবে দুর্ধর্ষ ফিচার্স

কিভাবে এই সমস্যা থেকে নিজের স্মার্টফোনকে রক্ষা করবেন?

এই দুর্বলতা ঠিক করতে এখনই আপনি আপনার ডিভাইস আপডেট করুন। কারণ, এই ধরনের দুর্বলতাগুলি ঠিক করতে Google প্রায়শই বেশ কয়েকটি সুরক্ষা প্যাচ রোল আউট করে। অনেক ব্যবহারকারী আছেন যারা অতিরিক্ত ডেটা খরচ এবং স্টোরেজ সমস্যার কারণে আপডেটগুলি ইনস্টল করতে বিলম্ব করেন। তবে, এই আপডেটগুলিকে অবহেলা করা উচিত নয়, কারণ এর জন্য আপনার ডিভাইস সাইবার অ্যাটাকের সম্মুখীন হতে পারে।

Show Full Article
Next Story