প্রতারণা থেকে বাঁচুন, সহজে লক করুন আপনার ফোনের সিম

সাম্প্রতিককালে হ্যাকিং এর সমস্যা দিনে দিনে বেড়েই চলেছে। বর্তমানে স্মার্টফোনে ডেটা সেভ রাখা মোটেও নিরাপদ নয়। যদিও ফোনের সিকিউরিটির জন্য বায়োমেট্রিক লক, পিন এবং পাসওয়ার্ড…

সাম্প্রতিককালে হ্যাকিং এর সমস্যা দিনে দিনে বেড়েই চলেছে। বর্তমানে স্মার্টফোনে ডেটা সেভ রাখা মোটেও নিরাপদ নয়। যদিও ফোনের সিকিউরিটির জন্য বায়োমেট্রিক লক, পিন এবং পাসওয়ার্ড এর মত বিভিন্ন অপশন আমাদের কাছে বর্তমানে রয়েছে, তবে ফোন লক করে আপনার সিম কি সুরক্ষিত থাকবে? ফোন লক করে রাখলে আপনার সিমের সিকিউরিটির কোন নিশ্চয়তা পাওয়া যায় না। সম্প্রতি সিম সোয়াপিং নিয়ে বেশকিছু জালিয়াতির ঘটনা আমাদের সামনে এসেছে। যার পরে সিমের সিকিউরিটি একটি বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

তবে একটি পদ্ধতিতে আপনি সিম লক করতে পারবেন। এই পদ্ধতি হলো SIM PIN ব্যবহার করে সিমের সিকিউরিটি বৃদ্ধি করা। এই পিন ব্যবহার হলে যখনই আপনি মোবাইল রিস্টার্ট করবেন অথবা অন্য ফোনে সিম কার্ড ব্যবহার করবেন তখনই এই পিন আপনার প্রয়োজন হবে।। আসুন দেখে নেওয়া যাক কিভাবে এই পিন অ্যাক্টিভ করবেন।

• প্রথমে সেটিংস অপশনে গিয়ে সিকিউরিটি বাটনে ট্যাপ করুন।
• তারপর আদার সিকিউরিটি সেটিংস অথবা মোর সিকিউরিটি সেটিংস এ যান।
• সেটআপ সিম কার্ড লক অপশনে ট্যাপ করুন।

• সিমের ডিফল্ট পিন নম্বর প্রত্যেকটি অপারেটরের আলাদা আলাদা হয়। যেমন এয়ারটেলের ক্ষেত্রে এই নম্বর ১২৩৪ এবং ভোডাফোনের ক্ষেত্রে এই নম্বর ০০০০ ।
• এবার ডিফল্ট সিম পিন পরিবর্তন করে চেঞ্জ সিম কার্ড পিন অপশনে ট্যাপ করুন।
• ভেরিফাই করার জন্য বর্তমান পিন নম্বর দিন এবং কনফার্ম করুন। তারপর আপনার নতুন সিম পিন চালু হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *