ক্ষয়ক্ষতি থেকে Aadhaar কার্ডটিকে সুরক্ষিত রাখতে চান? এভাবে সহজেই বানিয়ে ফেলুন PVC Aadhaar কার্ড

ভারতের যে কোণাতেই আপনি বসবাস করুন না কেন, এদেশের নাগরিক হলে আপনার আধার (Aadhaar) কার্ড থাকা বাধ্যতামূলক। কারণ এই ক্ষুদ্র...
Anwesha Nandi 11 May 2022 1:58 PM IST

ভারতের যে কোণাতেই আপনি বসবাস করুন না কেন, এদেশের নাগরিক হলে আপনার আধার (Aadhaar) কার্ড থাকা বাধ্যতামূলক। কারণ এই ক্ষুদ্র নথিটি আপনার পরিচয় সম্পর্কে তো তথ্য দেয়ই, পাশাপাশি এটি সরকারী বা বেসরকারী – সর্বত্র ক্ষেত্রে কাজে লাগে। ফলে এটিকে সবসময় কাছে রাখতে হয়। কিন্তু বেশিরভাগ সময়ে সাথে সাথে রাখার কারণে আধার কার্ড নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি অনেকের এই কার্ডের ক্ষতিও হয়ে যায়। সেক্ষেত্রে যদি আপনি আধার কার্ড নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে চান, তাহলে আজ রয়েছে সহজ একটি টিপসের সন্ধান। খুব বেশি কিছু নয়, নিজের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তুটিকে পিভিসি (PVC) কার্ডে রূপান্তর করলেই কেল্লাফতে!

আসলে পিভিসি কার্ডে আবহাওয়ার বা পারিপার্শ্বিক অবস্থার কোনো প্রভাব পড়ে না। তাই আধারকে সুরক্ষিত রাখার একমাত্র উপায় এটিকে পিভিসি কার্ডে রূপান্তর করা। এক্ষেত্রে আপনি যদি চান তাহলে পুরো পরিবারের জন্য একটি প্লাস্টিকের আধার কার্ডের আবেদন করতে পারেন। মজার বিষয় হল, মোবাইল নম্বর থেকেই এই আবেদন প্রক্রিয়া সম্ভব হবে। আসুন এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নিই…

PVC Aadhaar কার্ডের আবেদনের প্রক্রিয়া

১. এর জন্য প্রথমে আপনাকে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে এবং আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে।

২. প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে যার জন্য লাগবে আধার কার্ড নম্বর।

৩. এরপর আপনাকে ক্যাপচা কোড এন্টার করতে হবে।

৪. এতে আপনার মোবাইল নম্বরে ওটিপি আসবে।

৫. এখন অর্ডার আধার পিভিসি কার্ডে ক্লিক করুন।

৬. স্ক্রিনে প্রদত্ত নেক্সট অপশনে ক্লিক করুন। এখানে ৫০ টাকা পেমেন্ট করে আপনি পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন।

এছাড়া পিভিসি আধার কার্ডের জন্য আধার নম্বর, ভার্চুয়াল আইডি বা এনরোলমেন্ট আইডি কার্ড ব্যবহার করে অনলাইনে uidai.gov.in বা Resident.uidai.gov.in-এ আবেদন করতে পারেন।

Show Full Article
Next Story