অনলাইন পেমেন্ট করতে চান? UPI আইডি তৈরি করে ফেলুন এই পাঁচটি সহজ ধাপে

সাম্প্রতিক সময়ে অধিকাংশের হাতেই স্মার্টফোন থাকছে, আর তাতে লোডেড থাকছে বিভিন্ন ধরণের অ্যাপ্লিকেশন। নিদেনপক্ষে এখন প্রায়...
Anwesha Nandi 23 Jun 2022 9:50 AM IST

সাম্প্রতিক সময়ে অধিকাংশের হাতেই স্মার্টফোন থাকছে, আর তাতে লোডেড থাকছে বিভিন্ন ধরণের অ্যাপ্লিকেশন। নিদেনপক্ষে এখন প্রায় সবার মুঠোফোনেই WhatsApp-এর মত সোশ্যাল মিডিয়া অ্যাপ বা Google Pay (গুগল পে), Paytm, PhonePe-এর অনলাইন পেমেন্টের মাধ্যম। সেক্ষেত্রে আপনি যদি এখনো এই জাতীয় UPI (ইউপিআই) ভিত্তিক পেমেন্ট সিস্টেম ব্যবহার না করেন, তাহলে আপনাকে অনেক সুবিধা হারাতে হতে পারে। বেশিরভাগ মানুষই এখন সাথে বেশি নগদ টাকা রাখেননা, কারণ অনলাইন পেমেন্টের প্রতি ভরসা এবং নানাবিধ অফারের আকর্ষণ! কি, এতটুকু পড়ে আগ্রহ বোধ করছেন? তাহলে আসুন দেরি না করে UPI-এর ব্যবহার সম্পর্কে খুঁটিনাটি জেনে নিই।

UPI আইডি কী?

প্রথমত, ইউপিআই পেমেন্টের জন্য শুধুমাত্র একটি ইউপিআই আইডি/মোবাইল নম্বর/কিউআর (QR) প্রয়োজন। এক্ষেত্রে আপনি যদি না জানেন ইউপিআই আইডি কী, তাহলে জানিয়ে রাখি অনলাইন পেমেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ইউজারদের শনাক্ত করার একটি বিশেষ পরিচয় হল এই আইডি। ইউপিআই আইডি ইউজারদের অ্যাকাউন্ট ব্যাংক ট্র্যাক করে কাজ করে।

কীভাবে UPI আইডি তৈরি করবেন?

১. ইউপিআই আইডি তৈরির জন্য আপনি গুগল পে অ্যাপের সাহায্য নিতে পারেন।

২. এক্ষেত্রে অ্যাপটি ইন্সটল করে ফোন নম্বর ও ইমেইল আইডি দিয়ে সাইন ইন করতে হবে।

৩. অ্যাপের ওপরের ডানদিকে ফটো অপশনে ক্লিক করতে হবে।

৪. এরপর 'পেমেন্ট মেথডস' (Payment Methods) অপশনে ক্লিক করে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের ইউপিআই অধীনে আইডি তৈরি করতে চান তাতে ট্যাপ করুন।

৫. উল্লিখিত ধাপগুলি সম্পন্ন হলে 'ম্যানেজ ইউপিআই আইডি' (Manage UPI ID) অপশনে ট্যাপ করুন এবং তারপর '+' আইকনে ক্লিক করুন। ব্যস! আপনার আইডি রেডি হয়ে যাবে।

প্রসঙ্গত, এই একই পদ্ধতি অনুসরণ করে আপনারা Google Pay অ্যাপ থেকে UPI আইডি পরিবর্তন করতে পারবেন। এছাড়া অ্যাপের ডিলিট আইকনে ট্যাপ করে চাইলে বিদ্যমান UPI আইডি মুছে ফেলতেও পারেন।

Show Full Article
Next Story
Share it