ফেসবুকে শুরু হয়েছে 'অবতার' ট্রেন্ড, কিভাবে বানাবেন নিজের কার্টুন ছবি

সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আবার একটি নতুন ট্রেন্ড! আপনি হয়তো লক্ষ্য করেছেন গত দুদিন ধরে প্রচুর মানুষ নিজের ভার্চুয়াল...
techgup 1 July 2020 3:43 PM IST

সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আবার একটি নতুন ট্রেন্ড! আপনি হয়তো লক্ষ্য করেছেন গত দুদিন ধরে প্রচুর মানুষ নিজের ভার্চুয়াল কার্টুন শেয়ার করছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আসলে ফেসবুক এনেছে একটি মজাদার ফিচার, যার সাহায্যে ইউজাররা নিজের অ্যানিমেটেড রূপ তৈরি করতে পারেন। "Avatars" নামের এই নতুন ফিচারটি সম্প্রতি ফেসবুক অ্যাপের লেটেস্ট ভার্সনে অন্তর্ভুক্ত হয়েছে।

কী এই "অবতার"?

এই লকডাউনে মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রচুর সময় কাটাচ্ছেন, ব্যবহার বেড়েছে ফেসবুক অ্যাপের। তারই মধ্যে ফেসবুক নিয়ে এসেছে "অবতার" নামক নতুন ফিচার, যা বিশেষত ভারতীয় ব্যবহারকারীদের জন্য কাস্টমাইজ করা হয়েছে। ইউজাররা প্রচুর মুখ, চুলের স্টাইল এবং সাজসজ্জার অপশনের মাধ্যমে নিজের অ্যানিমেটেড অবতার তৈরি করে সেই স্টিকারগুলি কাউকে মেসেঞ্জারে পাঠাতে পারেন, বা সেগুলিকে কমেন্ট সেকশনে ব্যবহার করতে পারেন।

কীভাবে "অবতার" ফিচার পাবেন?

নতুন ফিচারটি পেতে হলে সবার আগে আপনাকে ফোনের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ফেসবুক এবং ম্যাসেঞ্জার অ্যাপের লেটেস্ট ভার্সন আপডেট করতে হবে। এর পর, আপনি অবতার তৈরির বিকল্প পাবেন। তবে জানিয়ে রাখি এই ফিচারটি ফেসবুক বা ম্যাসেঞ্জারের লাইট ভার্সনগুলিতে উপলব্ধ নয়।

কিভাবে বানাবেন নিজের অবতার:

কমেন্ট সেকশনে গিয়ে স্টিকার দেখার যে স্মাইলি আইকন সেটিতে ক্লিক করুন। সেখানে 'Make your Avatar" অপশনটি দেখতে পাবেন।
এছাড়া, ফেসবুক অ্যাপ্লিকেশন খোলার পর, তিনটি-রেখাযুক্ত 'হ্যামবার্গার আইকন'-এ ক্লিক করতে পারেন, সেখানে আপনি অবতারের একটি ছোট বেগুনি আইকন দেখতে পাবেন। যদি এই বিকল্পটি না দেখতে পান তবে আপনি নীচে স্ক্রল করে "See More" অপশনে ক্লিক করে খুঁজে দেখতে পারেন।

যদি আপনার কোনো বন্ধু তার অবতার শেয়ার করে থাকে তবে টাইমলাইনে সেই পোস্টের সাথে "Try It" অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করেও আপনি নিজের অবতার বানাতে পারেন। আপনার বানানো অবতারের কাস্টমাইজড স্টিকারও পেয়ে যাবেন অ্যাপটিতে।

অবতার অপশনে ক্লিক করে, আপনি স্ক্রিনে প্রদর্শিত বিভিন্ন অপশন থেকে নিজের পছন্দের ত্বকের রঙ এবং চুলের স্টাইল থেকে পোশাক নির্বাচন করতে পারবেন। উপরের ডানদিকে 'মিরর' আইকনে ক্লিক করলে আপনি নিজের মুখ দেখতে পাবেন। সবকিছু সেট হয়ে যাওয়ার পর, "Done" অপশনে ক্লিক করলেই অবতার রেডি! এর পর আপনি সেটি শেয়ার করতে পারেন।

Show Full Article
Next Story
Share it