WhatsApp-এর নোটিফিকেশন থেকে তিতিবিরক্ত? এভাবে মিউট করে ফেলুন যেকোনো চ্যাট

বর্তমান ডিজিটাল যুগে একে অপরের সঙ্গে ২৪×৭ কানেক্টেড থাকার জন্য বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম...
techgup 14 April 2022 3:48 PM IST

বর্তমান ডিজিটাল যুগে একে অপরের সঙ্গে ২৪×৭ কানেক্টেড থাকার জন্য বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এর গুরুত্ব যে কতখানি, সে সম্পর্কে নতুন করে কিছু বলার আর কোনো প্রয়োজন পড়ে না। হঠাৎ খানিকক্ষণের জন্য যদি এই সার্ভিসটি স্তব্ধ হয়ে যায়, তাহলেই আমাদের বর্তমান জীবনে এই অ্যাপটির প্রয়োজনীয়তা কতটা তা আমরা প্রত্যেকেই হাড়ে হাড়ে টের পাই। আসলে এই মেসেজিং অ্যাপটি ছাড়া আজ আমাদের জীবন কার্যত অচল বললেই চলে। গ্রুপ হোক কিংবা ব্যক্তিগত, সারাদিন ধরেই হাজারো মেসেজ হোয়াটসঅ্যাপে আসতে থাকে। তবে অনেকক্ষেত্রেই কোনো জরুরি কাজে থাকাকালীন সময়ে এই বিপুল সংখ্যক মেসেজ আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া আমাদের প্রত্যেকের চ্যাট লিস্টেই এমন কেউ না কেউ থাকেই, যারা কারণে-অকারণে সারাদিন ধরে মেসেজ পাঠিয়ে যায়।

সেক্ষেত্রে খারাপ লাগবে এই ভেবে কাউকে ব্লক কিংবা কোনো গ্রুপ থেকে এক্সিট করাও যায় না। কিন্তু, এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে হলে কোনো চ্যাট অথবা গ্রুপ চ্যাটকে আপনি সহজেই মিউট করে রাখতে পারেন। চ্যাট নোটিফিকেশন মিউট করে রাখলে আপনি মেসেজগুলি পাবেন, কিন্তু সেগুলি আসামাত্রই আপনার ফোনটি ভাইব্রেট হবে না বা কোনো শব্দ শোনা যাবে না। ফলে আপনার ফোনে মেসেজও আসবে, আপনি সেগুলিকে সময়মতো দেখেও নিতে পারবেন, এতে আপনাকে বিরক্তও হতে হবে না! এখন নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছে করছে যে এই দারুণ কাজটি কীভাবে করা যাবে? চলুন, তাহলে এই বিষয়ে জেনে নেওয়া যাক।

কীভাবে WhatsApp চ্যাট মিউট করবেন?

– প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।

– এবার আপনি যে চ্যাটটিকে মিউট করতে চাইছেন, সেই চ্যাটবক্সটি ওপেন করুন।

– এরপর চ্যাটবক্সটির উপরের ডান দিকের কোণে থাকা তিনটি ডট অপশনে ক্লিক করুন।

– এবার আপনি 'মিউট নোটিফিকেশন' নামক একটি অপশন দেখতে পাবেন, সেটিকে সিলেক্ট করুন।

– এখন আপনি ৮ ঘন্টা (8 hours), এক সপ্তাহ (1 week), সবসময় (Always) – এই তিনটি বিকল্প দেখতে পাবেন। এবার আপনি সংশ্লিষ্ট চ্যাটটিকে যতক্ষণের জন্য মিউট করতে চাইছেন, সেই অপশনটি চুজ করুন এবং 'ওকে' বাটনে ক্লিক করুন।

এছাড়াও চ্যাট মিউট করার আরও একটি পদ্ধতি আছে। এর জন্য আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করার পর যে চ্যাটটিকে মিউট করতে চাইছেন, সেটিকে দীর্ঘক্ষণ প্রেস করে রাখুন। এরপরে স্ক্রিনের উপরে সাউন্ড বক্সের (ওপরে একটি দাগ কাটা) মতো একটি আইকন আসবে। সেটিকে সিলেক্ট করলেও আপনি উল্লিখিত তিনটি মিউট অপশন দেখতে পাবেন। এবার আপনি আপনার পছন্দমতো অপশনটি বেছে নিয়েও সংশ্লিষ্ট চ্যাট কিংবা গ্রুপ চ্যাটটিকে মিউট করতে পারবেন।

Show Full Article
Next Story