কিভাবে জিওমার্ট থেকে সবজি, ফল ও অন্যান্য দ্রব্য অর্ডার করবেন, জেনে নিন সহজ পদ্ধতি

কয়েকদিন আগেই কলকাতা সহ দেশের ২০০ শহরে উপলব্ধ হয়েছে Reliance JioMart। দিল্লি, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু এবং পুনে ও অন্যান্য বড় বড় শহরে ক্রেতারা এই ‘অনলাইন…

কয়েকদিন আগেই কলকাতা সহ দেশের ২০০ শহরে উপলব্ধ হয়েছে Reliance JioMart। দিল্লি, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু এবং পুনে ও অন্যান্য বড় বড় শহরে ক্রেতারা এই ‘অনলাইন মুদি দোকান’ থেকে এখন তাদের চাহিদা মত প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। এই পোস্টে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে JioMart এ রেজিস্ট্রেশন করবেন এবং প্রোডাক্ট অর্ডার করতে পারবেন।

রিলায়েন্স জিওমার্ট থেকে বাজার কিভাবে করবেন :

এরজন্য আপনাকে সর্বপ্রথম Jiomart.com ওয়েবসাইটে যেতে হবে এবং পিন কোড এন্টার করতে হবে।

আপনার এলাকায় জিওমার্ট উপলব্ধ থাকলে এবার আপনাকে স্ক্রিনের ডান দিকে Sign In বাটনে ক্লিক করতে হবে।

এবার মোবাইল নম্বর এন্টার করতে হবে এবং Use OTP বাটনে ক্লিক করতে হবে।

এরপর আপনার ইমেল আইডি, নাম, পাসওয়ার্ড, ফোন নম্বর দিতে হবে।

এরপর আপনার ফোন নম্বর নিশ্চিত করার পর ওটিপি দিলে অ্যাকাউন্ট তৈরী হয়ে যাবে।

এবার আপনি যে প্রোডাক্ট কিনবেন তা সার্চ করতে পারবেন।

পছন্দ হওয়া প্রোডাক্ট কেনার জন্য Buy অথবা Add to Cart বাটনে ক্লিক করতে হবে।

আপনি চাইলে স্ক্রিনের ডান দিকের কোণায় Cart আইকনে ক্লিক করে প্রডাক্টির পরিমান নির্বাচন বা ডিলিট করতে পারেন।

প্রোডাক্ট বাছার পর এবার আপনাকে Proceed বাটনে ক্লিক করতে হবে।

এরপর পিন কোড, ঠিকানা, নাম ও মোবাইল নম্বর দিতে হবে। যা আপনি সেভ রাখতে পারেন।

এবার আপনার প্রোডাক্টের মূল্য চুকাতে হবে। যার জন্য ই-ওয়ালেট, ক্রেডিট ও ডেবিট কার্ড, নেটব্যাংকিং ও ক্যাশ মোড ব্যবহার করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *