ডিলিট হওয়া ছবি ও ভিডিও ফিরিয়ে আনার উপায়, ফোনে অ্যাপ ছাড়াই সম্ভব

ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার উপায় (How to recover deleted Photos): আপনি চাইলে আবার ডিলিট হয়ে যাওয়া ফটো এবং ভিডিওগুলি রিকভারি করতে পারেন।

techgup 16 Aug 2024 12:47 PM IST

স্মার্টফোন ব্র্যান্ডগুলি প্রতিনিয়ত উন্নত প্রযুক্তির সাথে তাদের ডিভাইস বাজারে নিয়ে আসে। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনে থাকা নতুন নতুন ফিচার মানুষকে আকৃষ্ট করে, যে কারণে গত কয়েক বছরে মোবাইল ফোনের বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে প্রায় মানুষের ফোনে স্টোরেজের সমস্যা থাকে, তাই অনেকেই এই সমস্যায় বিরক্ত হয়ে মোবাইল থেকে অ্যাপস, ফটো ও ভিডিও ডিলিট করে দেন। তবে আপনি চাইলে আবার ডিলিট হয়ে যাওয়া ফটো এবং ভিডিওগুলি রিকভারি করতে পারেন।

ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার উপায় (How to recover deleted Photos)

ট্র্যাশ ফোল্ডার ব্যবহার করে ডিলিট হওয়া ছবি ফিরে পান

আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তবে আপনি সহজেই ডিলিট হয়ে যাওয়া ফটো এবং ভিডিও ফিরিয়ে পারেন। এর জন্য মোবাইল গ্যালারির ট্র্যাশ ফিচারটি ব্যবহার করতে পারেন।

  • প্রথমে ফোনের গ্যালারি ওপেন করুন।
  • তারপর সেটিংসে যান।
  • তারপরে ট্র্যাশ ফোল্ডারে যান এবং চেক করুন।
  • ডিলিট হয়ে যাওয়া ফটো এবং ভিডিও ট্র্যাশ ফোল্ডারে পাওয়া যাবে।
  • এবার আপনি ফিরিয়ে আনতে চান এমন ফটো ও ভিডিওগুলি নির্বাচন করুন।
  • এর পর রিস্টোর অপশনে ট্যাপ করলেই আবার মোবাইলের গ্যালারিতে চলে আসবে ডিলিট হয়ে যাওয়া ছবি ও ভিডিও।

থার্ড পার্টি App ব্যবহার করে ডিলিট হওয়া ছবি ও ভিডিও ফিরিয়ে আনুন

  • অ্যান্ড্রয়েড ডিভাইসে ডিলিট হয়ে যাওয়া ছবি ও ভিডিও ফিরিয়ে আনতে থার্ড পার্টি অ্যাপ এর সাহায্য নিতে পারেন।
  • গুগল প্লে স্টোর থেকে ফটো ও ভিডিও রিকোভারি অ্যাপ ডাউনলোড করুন।
  • এরপর অ্যাপটিকে প্রয়োজনীয় অনুমতি দিন।
  • তারপরে ওয়াইফাইয়ের সাথে ডিভাইসটিকে কানেক্ট করুন এবং ডিলিট হওয়া ফটো এবং ভিডিও ফিরিয়ে আনুন।

Show Full Article
Next Story