আপনার জন্য সেরা প্রিপেড প্ল্যান কিভাবে বেছে নেবেন, মাথায় রাখুন এই বিষয়গুলি

টেলিকম ক্ষেত্রে বর্তমানে পোস্টপেডের তুলনায় প্রিপেড গ্রাহকের সংখ্যা অনেক বেশি। সেজন্য প্রত্যেক টেলিকম অপারেটরই বিভিন্ন...
techgup 25 Oct 2020 9:41 PM IST

টেলিকম ক্ষেত্রে বর্তমানে পোস্টপেডের তুলনায় প্রিপেড গ্রাহকের সংখ্যা অনেক বেশি। সেজন্য প্রত্যেক টেলিকম অপারেটরই বিভিন্ন রেঞ্জের প্রিপেড প্যাক বাজারে উপলব্ধ করেছে। সেই তুলনায় পোস্টপেড প্যাকের সংখ্যাও কম হয়। প্রিপেড প্ল্যানে পরিষেবায় ব্যবহারের আগেই টাকা দিতে হয়। সুতরাং যদি আপনি বেশি দিনের জন্য একটি প্ল্যান নিয়ে ফেলেন, তবে ভবিষ্যতে পছন্দ না হলেও সেই প্ল্যানের সময়সীমা না পেরোনো অব্দি প্ল্যান পালটাতে পারবেন না। সুতরাং সঠিক প্রিপেড প্ল্যান নেওয়া আবশ্যক। আজকে আমরা আপনাদের প্রিপেড প্ল্যান নেওয়ার আগে কি কি বিষয় মাথায় রাখা উচিত সে বিষয়ে বলবো।

আনলিমিটেড কলিং এবং SMS

প্রথমেই যে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে তা হল, প্রিপেড প্ল্যানের মধ্যে আনলিমিটেড কলিং এবং SMS-এর সুবিধা পাওয়া যাচ্ছে কিনা, ডেটা যাই থাকুক, কল আর SMS-এর ব্যবস্থা না থাকলে অসুবিধা হতে পারে। বর্তমানে Jio ছাড়া সমস্ত টেলিকম অপারেটর প্রিপেড প্ল্যানের সঙ্গে ভারতের মধ্যে সব নেটওয়ার্কে প্রকৃত আনলিমিটেড কলিং সরবরাহ করছে। Jio অন্যান্য নেটওয়ার্কে কলের ক্ষেত্রে ফেয়ার ইউসেজ পলিসি (FUP) হিসাবে মিনিট সরবরাহ করে। ইউজাররা প্রায় সমস্ত আনলিমিটেড কলিং ও SMS প্ল্যানের সঙ্গে দৈনিক ১০০ SMS-এর সুবিধা পেয়ে থাকেন।

ডেটার পরিমাণ

প্রত্যেক টেলিকম অপারেটর ইউজারদের দৈনিক FUP ডেটা দিয়ে থাকে। ডেটার পরিমাণ দৈনিক ১ জিবি থেকে শুরু করে ৪ জিবি অব্দি হতে পারে। আপনার দৈনিক কতটা ডেটা প্রয়োজন তা নির্ধারণ করে ডেটা প্যাক পছন্দ করা উচিত। সেই সঙ্গে আনলিমিটেড কল ও SMS-এর সুবিধা আছে এমন প্যাক বেছে নিতে হবে।

নেটওয়ার্ক কভারেজ

আপনার অপারেটর প্রিপেড প্ল্যানের সঙ্গে কতটা সার্ভিস কভারেজ দিচ্ছে তার ভিত্তিতে আপনাকে প্ল্যান নির্বাচন করা উচিত। দেশের মধ্যেও আলাদা আলাদা নেটওয়ার্কে কভারেজ আলাদা রকম হয়। সুতরাং আপনি যদি খুব ভ্রমণ করেন তাহলে আপনাকে এমন একটি কোম্পানির প্রিপেড প্ল্যান বেছে নিতে হবে যার নেটওয়ার্ক কভারেজ খুব ভালো হয়।

প্যাকের ভ্যালিডিটি

ইউজারদের প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটির বিষয়েও নজর দেওয়া উচিত। যদি ইউজার নিয়মিত রিচার্জ করতে না চান, তাহলে দীর্ঘদিনের ভ্যালিডিটিযুক্ত প্যাক নেওয়াই ভালো। তা না হলে কম বা মাঝারি ভ্যালিডিটির প্যাক নিতে পারেন।

ওটিটি প্ল্যাটফর্মের সুবিধা

তৃতীয় যে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে তা হলো over-the-top বা ওটিটি প্ল্যাটফর্মের সুবিধা। বর্তমানে বিভিন্ন টেলিকম অপারেটর নির্বাচিত প্ল্যানের সঙ্গে Disney+ Hotstar, Amazon Prime Video ইত্যাদি প্ল্যাটফর্মের সুবিধা দিয়ে থাকে। আপনি যে ওটিটি প্ল্যাটফর্মের সুবিধা চাইছেন সেটি যদি খুঁজে না পান, তবুও অন্যান্য প্ল্যানগুলি নিতে পারেন।

Show Full Article
Next Story
Share it