Aadhaar Card Address Update: আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করবেন? বাড়ি বসেই অনলাইনে মুহূর্তে করে নিন

Aadhaar Card Correction: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) কয়েকদিন আগেই ঘোষণা করেছেন যে, আধার কার্ড...
SUPARNAMAN 22 Oct 2021 1:58 PM IST

Aadhaar Card Correction: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) কয়েকদিন আগেই ঘোষণা করেছেন যে, আধার কার্ড আপডেটের জন্য আর স্বীকৃত আধার কেন্দ্রে ছোটাছুটি করার দরকার নেই। এখন বাড়িতে বসে আপনি খুব সহজেই আধার কার্ডের যাবতীয় তথ্য আপডেট বা সংশোধন করতে পারবেন। কোভিড অতিমারির সময় নিজের ঘরে থেকে সম্পূর্ণ সুরক্ষিত উপায়ে আধার সংশোধনের এই ডিজিটাল পদ্ধতির আগমনে অসংখ্য মানুষ যেভাবে উপকৃত হয়েছেন তা বিশেষভাবে উল্লেখ্য। এক্ষেত্রে বলে রাখি, বাড়িতে বসে আধার কার্ডের তথ্য পরিবর্তন ও সংশোধনের জন্য UIDAI একটি Self Service Update Portal (SSUP) নিয়ে হাজির হয়েছে। আধার কেন্দ্রে যাওয়ার বদলে আগ্রহীরা এখান থেকেই তাদের Aadhaar Update করতে পারবেন। আসুন জেনে নেই অনলাইনে কীভাবে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story