সবার জন্য আসার আগে কিভাবে Gmail এর নতুন ফিচার ব্যবহার করবেন

বিশ্বের জনপ্রিয় ইমেল পরিষেবার মধ্যে Gmail হল অন্যতম। নিত্যনতুন ফিচারের সমাগমে Google এর Gmail তাদের প্রতিপক্ষকে অনেক দূরে ঠেলে দিয়েছে। যদিও এই ফিচারগুলি আসতে বেশকিছুটা…

বিশ্বের জনপ্রিয় ইমেল পরিষেবার মধ্যে Gmail হল অন্যতম। নিত্যনতুন ফিচারের সমাগমে Google এর Gmail তাদের প্রতিপক্ষকে অনেক দূরে ঠেলে দিয়েছে। যদিও এই ফিচারগুলি আসতে বেশকিছুটা সময় লাগে এবং উপযুক্ত পরীক্ষা করেই তবেই এদেরকে সবার জন্য আনা হয়। কিন্তু আপনি চাইলে জিমেলের নতুন নতুন ফিচারগুলি সবার আগে ব্যবহার করতে পারেন। কারণ গুগল, জিমেলে কোনো ফিচার যুক্ত করার আগে কিছু ইউজারকে ফিচারটি পরীক্ষা করতে দেয়।

এবার নিশ্চই ভাবছেন আপনি কিভাবে Gmail এর এই পরীক্ষামূলক বৈশিষ্ট্যগুলি অ্যাক্সেস করতে পারবেন? তাহলে এক্ষুনি আপনার জিমেলে এই সেটিংগুলি করুন।

১. সর্বপ্রথম Gmail ওপেন করুন।

২. এরপর ডানদিকে কোণায় Setting-এ ক্লিক করুন।

৩. এরপর ‘All Settings’-এ ক্লিক করুন।

৪. এখানে ‘General,’ সেকশনে Experimental Access অপশন পাবেন। একে সক্রিয় করে দিন।

৫. এবার পেজের তলার দিকে Save বাটনে ক্লিক করুন।