ডেবিট কার্ড সঙ্গে নেই? তাও ATM থেকে তুলতে পারবেন টাকা, জেনে নিন কীভাবে
হঠাৎই ক্যাশের দরকার। বাড়ি থেকে তাড়াহুড়োয় ছুটলেন বাজারে। কিন্তু এটিএমের ভিতরে ঢুকে পকেট হাতড়াতেই খেয়াল হল, ডেবিট কার্ডটাই...হঠাৎই ক্যাশের দরকার। বাড়ি থেকে তাড়াহুড়োয় ছুটলেন বাজারে। কিন্তু এটিএমের ভিতরে ঢুকে পকেট হাতড়াতেই খেয়াল হল, ডেবিট কার্ডটাই আনতে ভুলে গিয়েছেন। ক'বছর আগেও এমন পরিস্থিতিতে পড়লে মেজাজ বিগড়ে যেত। কিন্তু ডিজিটাল যুগের আর্শীবাদে সে সব এখন অতীত। ক্যাশলেসের পর এবার জনপ্রিয় হচ্ছে কার্ডলেস পরিষেবা। এটিএম থেকে টাকা তুলতে গেলে এখন আর মেশিনে কার্ড ঢোকানোর প্রয়োজন পড়ে না। সঙ্গে শুধু নিজের স্মার্টফোন থাকলেই কাজ হাসিল।
ডেবিট কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার পদ্ধতি
কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার প্রাথমিক পদ্ধতি হল ব্যাঙ্কের নিজস্ব মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন। যেখানে নির্দিষ্ট অপশনে গিয়ে নগদের অঙ্ক নির্বাচন করে পিন দিলে রেজিস্টার্ড ফোন নম্বরে একটি লেনদেনের কোড পাঠানো হয়। যা সাধারণত ছয় ডিজিটের হয়ে থাকে। অথবা এটিএম মেশিনের স্ক্রিনে ভেসে ওঠা কিউআর কোড স্ক্যান করতে বলা হয়। তারপর পিন ও কত টাকা তুলতে হবে তার বিস্তারিত তথ্য দিলে অথেন্টিকেশন সম্পূর্ণ হয়।
এটিএমে কার্ডলেস পদ্ধতিতে টাকা তোলার আরেকটি মাধ্যম হল ইউপিআই। এখন অনেক এটিএমে প্রথমেই এই অপশন দেখা যায়। টাকার অঙ্ক নির্বাচন করলে একটা কিউআর কোড চলে আসে। সেটা ইউপিআই অ্যাপে স্ক্যান করে পিন দিতে হয়। নির্ভুল হলে তবেই মেশিন থেকে টাকা পাওয়া যায়। প্রথাগত ডেবিট কার্ডের তুলনায় কার্ডলেস পদ্ধতির বড় সুবিধা হল নিরাপত্তার অনেকগুলো বেষ্টনী পার করলে তবেই নগদ বেরোয়।
তাছাড়া, সাইবার অপরাধীরা জালিয়াতের ফাঁদ পাতলেও কার্ড ক্লোনিং বা স্কিমিংয়ের ভয় থাকে না। কারণ টাকা তোলার সময় লেনদেনের সম্পর্কটা শুধু এটিএম ও আপনার স্মার্টফোনের মধ্যে থাকছে। ডেবিট কার্ডের কোনও ভূমিকা নেই তাতে। তবে কার্ডলেসের একটা বড় অসুবিধা হল এই পদ্ধতিতে যেমন দৈনিক ১০,০০০ টাকার বেশি টাকা ওঠে না, তেমনই সব এটিএমে কার্ডলেস অপশন এখনও যুক্ত হয়নি।