HTC A101 ট্যাবলেট লঞ্চ হল 7000mAh ব্যাটারির সাথে, রয়েছে বড় ডিসপ্লে

জনপ্রিয় প্রযুক্তি সংস্থা এইচটিসি দক্ষিণ আফ্রিকা এবং রাশিয়ার বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে তাদের নতুন HTC A101...
Ananya Sarkar 4 July 2022 9:34 PM IST

জনপ্রিয় প্রযুক্তি সংস্থা এইচটিসি দক্ষিণ আফ্রিকা এবং রাশিয়ার বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে তাদের নতুন HTC A101 ট্যাবলেটটি। এই মিড-রেঞ্জ ট্যাবলেটটি ১০ ইঞ্চির ডিসপ্লে এবং Unisoc T618 চিপসেটের সাথে এসেছে। আবার এই ডিভাইসে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা এবং বড় ৭,০০০ এমএএইচ ব্যাটারিও রয়েছে৷ চলুন HTC A101-এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সংক্রান্ত সকল তথ্যগুলি জেনে নেওয়া যাক৷

এইচটিসি এ১০১-এর মূল্য এবং লভ্যতা (HTC A101 Price and Availability)

রাশিয়ার মার্কেটে এইচটিসি এ১০১-এর একমাত্র ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১৯,৮৯০ রুবেল (প্রায় ২৮,০০০ টাকা)৷ ডিভাইসটি যেমন গ্রে এবং সিলভার- এই দুটি কালার অপশনে বাজারে উপলব্ধ। পরবর্তীকালে অন্য কোনও দেশের মার্কেটে ট্যাবলেটটি লঞ্চ হবে কিনা, সে সম্পর্কে এখনও কিছু জানায়নি সংস্থা।

এইচটিসি এ ১০১-এর স্পেসিফিকেশন এবং ফিচার (HTC A101 Specifications and Features)

এইচটিসি এ১০১ একটি ধাতব বডির সাথে এসেছে। এর সামনে ১০ ইঞ্চির এলসিডি ডিসপ্লে আছে, যা ১,৯২০ x ১,২০০ পিক্সেলের রেজোলিউশন অফার করে। এই এইচটিসি ট্যাবলেটে পোগো পিনও রয়েছে, যার মাধ্যমে একটি অপশনাল কীবোর্ড এটির সাথে যুক্ত করা যাবে। ডিভাইসটি ইউনিসক টি৬১৮ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি বিল্ট-ইন স্টোরেজ পাওয়া যাবে। আবার ব্যবহারকারীরা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ট্যাবের স্টোরেজ সম্প্রসারণও করতে পারবেন। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, HTC A101 ট্যাবলেটের রিয়ার প্যানেলে ডুয়েল-ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত রয়েছে। এতে বোকেহ মোড এবং ১,০৮০ পিক্সেল ভিডিও রেকর্ডিংয়ের মতো ফটোগ্রাফি ফিচারগুলি সাপোর্ট করে। আবার ট্যাবের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে, যা বিউটি মোড, ৭২০ পিক্সেল ভিডিও রেকর্ডিং এবং এআই ফেস আনলক ফিচারটি সাপোর্ট করে।

সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, HTC A101-এ ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৭,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া, এই এইচটিসি ডিভাইসে ভলিউম বাটন ও পাওয়ার বাটনের পাশাপাশি একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকও অন্তর্ভুক্ত রয়েছে৷ এটি ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.০, এলটিই এবং জিপিএস-এর মতো কানেক্টিভিটি অপশনগুলি অফার করে। HTC A101-এর পরিমাপ ২৪৫.৫ x ১৬০.৩ x ৮.৪ মিলিমিটার এবং ওজন ৫৩০ গ্রাম।

Show Full Article
Next Story