HTC A101 ট্যাবলেট লঞ্চ হল 7000mAh ব্যাটারির সাথে, রয়েছে বড় ডিসপ্লে
জনপ্রিয় প্রযুক্তি সংস্থা এইচটিসি দক্ষিণ আফ্রিকা এবং রাশিয়ার বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে তাদের নতুন HTC A101...জনপ্রিয় প্রযুক্তি সংস্থা এইচটিসি দক্ষিণ আফ্রিকা এবং রাশিয়ার বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে তাদের নতুন HTC A101 ট্যাবলেটটি। এই মিড-রেঞ্জ ট্যাবলেটটি ১০ ইঞ্চির ডিসপ্লে এবং Unisoc T618 চিপসেটের সাথে এসেছে। আবার এই ডিভাইসে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা এবং বড় ৭,০০০ এমএএইচ ব্যাটারিও রয়েছে৷ চলুন HTC A101-এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সংক্রান্ত সকল তথ্যগুলি জেনে নেওয়া যাক৷
এইচটিসি এ১০১-এর মূল্য এবং লভ্যতা (HTC A101 Price and Availability)
রাশিয়ার মার্কেটে এইচটিসি এ১০১-এর একমাত্র ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১৯,৮৯০ রুবেল (প্রায় ২৮,০০০ টাকা)৷ ডিভাইসটি যেমন গ্রে এবং সিলভার- এই দুটি কালার অপশনে বাজারে উপলব্ধ। পরবর্তীকালে অন্য কোনও দেশের মার্কেটে ট্যাবলেটটি লঞ্চ হবে কিনা, সে সম্পর্কে এখনও কিছু জানায়নি সংস্থা।
এইচটিসি এ ১০১-এর স্পেসিফিকেশন এবং ফিচার (HTC A101 Specifications and Features)
এইচটিসি এ১০১ একটি ধাতব বডির সাথে এসেছে। এর সামনে ১০ ইঞ্চির এলসিডি ডিসপ্লে আছে, যা ১,৯২০ x ১,২০০ পিক্সেলের রেজোলিউশন অফার করে। এই এইচটিসি ট্যাবলেটে পোগো পিনও রয়েছে, যার মাধ্যমে একটি অপশনাল কীবোর্ড এটির সাথে যুক্ত করা যাবে। ডিভাইসটি ইউনিসক টি৬১৮ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি বিল্ট-ইন স্টোরেজ পাওয়া যাবে। আবার ব্যবহারকারীরা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ট্যাবের স্টোরেজ সম্প্রসারণও করতে পারবেন। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে রান করে।
ফটোগ্রাফির জন্য, HTC A101 ট্যাবলেটের রিয়ার প্যানেলে ডুয়েল-ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত রয়েছে। এতে বোকেহ মোড এবং ১,০৮০ পিক্সেল ভিডিও রেকর্ডিংয়ের মতো ফটোগ্রাফি ফিচারগুলি সাপোর্ট করে। আবার ট্যাবের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে, যা বিউটি মোড, ৭২০ পিক্সেল ভিডিও রেকর্ডিং এবং এআই ফেস আনলক ফিচারটি সাপোর্ট করে।
সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, HTC A101-এ ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৭,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া, এই এইচটিসি ডিভাইসে ভলিউম বাটন ও পাওয়ার বাটনের পাশাপাশি একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকও অন্তর্ভুক্ত রয়েছে৷ এটি ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.০, এলটিই এবং জিপিএস-এর মতো কানেক্টিভিটি অপশনগুলি অফার করে। HTC A101-এর পরিমাপ ২৪৫.৫ x ১৬০.৩ x ৮.৪ মিলিমিটার এবং ওজন ৫৩০ গ্রাম।