HTC U24 Pro স্মার্টফোনের সঙ্গে ওয়্যারলেস চার্জার পুরো ফ্রি, প্রি-অর্ডার শুরু হতেই দারুণ অফার
চলতি মাসের শুরুতে তাইওয়ানের বাজারে HTC U24 Pro ফোনটি লঞ্চ করা হয়েছিল। আর এখন, এই ডিভাইসটি শীঘ্রই ইউরোপের বাজারে আসতে...চলতি মাসের শুরুতে তাইওয়ানের বাজারে HTC U24 Pro ফোনটি লঞ্চ করা হয়েছিল। আর এখন, এই ডিভাইসটি শীঘ্রই ইউরোপের বাজারে আসতে চলেছে। কিন্তু এর অফিসিয়াল লঞ্চের আগে, স্মার্টফোনটির জন্য প্রি-অর্ডারগুলি লাইভ হয়ে গেছে। কোম্পানি জানিয়েছে যে, HTC U24 Pro প্রি-অর্ডার করলে এর সাথে বিনামূল্যে এইচটিসি ওয়্যারলেস চার্জারও মিলবে। আসুন আপকামিং ফোনটির প্রি-অর্ডার সম্পর্কিত সমস্ত বিবরণগুলি দেখে নেওয়া যাক।
ইউরোপে HTC U24 Pro ফোনের প্রি-অর্ডার শুরু
ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট এইচটিসি ইউ২৪ প্রো স্মার্টফোনটিকে ইউরোপের মার্কেটের জন্য তালিকাভুক্ত করেছে। এই লিস্টিংটি নিশ্চিত করে যে লঞ্চের সময় এর দাম হবে ৫৬৪ ইউরো (প্রায় ৫০,৫১০ টাকা)। মনে করা হচ্ছে যে, এটি ইউরোপে নীরবে প্রবেশ করবে। যারা প্রি-অর্ডার করেছেন তারা বিনামূল্যে একটি এইচটিসি ওয়্যারলেস চার্জারও পাবেন।
স্পেসিফিকেশন সম্পর্কে বললে, HTC U24 Pro ফোনে ৬.৮ ইঞ্চির ডুয়েল কার্ভড-ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেটটি ব্যবহার করা হয়েছে, যা ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, HTC U24 Pro হ্যান্ডসেটে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান, যা ৬০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে। ফটোগ্রাফির জন্য, HTC U24 Pro হ্যান্ডসেটের রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে।
HTC U24 Pro ফোনটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, একটি ইউএসবি-সি পোর্ট, ডুয়েল সিম সাপোর্ট, ওয়াইফাই ৬ই, ব্লুটুথ ৫.৩, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ডিভাইসটিতে সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস এবং সামনের দিকে ডুয়েল কালার এলইডি নোটিফিকেশন লাইট রয়েছে। এটি তাইওয়ানের মার্কেটে স্পেস ব্লু এবং টোয়াইলাইট হোয়াইট নামে দুটি কালার অপশনে পাওয়া যায়। কিন্তু ইউরোপীয় ওয়েবসাইটে শুধুমাত্র স্পেস ব্লু ভ্যারিয়েন্টে এটিকে প্রদর্শন করা হয়েছে।