Huawei Mat 50 সিরিজে থাকবে Snapdragon 8 Gen 1 প্রসেসর, লঞ্চ হচ্ছে ৬ সেপ্টেম্বর
হুয়াওয়ে আগামী ৬ সেপ্টেম্বর চীনের বাজারে উন্মোচন করতে চলেছে নতুন Huawei Mate 50 স্মার্টফোন সিরিজটি। এই লাইনআপের অধীনে...হুয়াওয়ে আগামী ৬ সেপ্টেম্বর চীনের বাজারে উন্মোচন করতে চলেছে নতুন Huawei Mate 50 স্মার্টফোন সিরিজটি। এই লাইনআপের অধীনে Huawei Mate 50, Mate 50e, Mate 50 Pro এবং Mate 50 RS-এই চারটি মডেল বাজারে আত্মপ্রকাশ করতে পারে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে, এই স্মার্টফোনগুলি Kirin 9000S প্রসেসর দ্বারা চালিত হতে পারে। তবে বর্তমানে শোনা যাচ্ছে যে, Mate 50 সিরিজের ডিভাইসগুলি কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেটের সাথে আসবে। আর এখন এক টিপস্টার জানিয়েছেন যে, আপকামিং Huawei Mate 50 লাইনআপে Snapdragon 8 Gen 1 চিপসেট দ্বারা চালিত একটি ৪জি ভ্যারিয়েন্টও অন্তর্ভুক্ত থাকতে পারে। আপকামিং হুয়াওয়ে ফোনগুলি কোম্পানির লেটেস্ট হারমনিওএস ৩.০ (HarmonyOS 3.0) অপারেটিং সিস্টেমে রান করতে পারে।
Huawei Mate 50 সিরিজে থাকবে একটি Snapdragon প্রসেসর চালিত ৪জি মডেল
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার একটি সাম্প্রতিক ওয়েইবো (Weibo) পোস্টে দাবি করেছেন যে, হুয়াওয়ে মেট ৫০ সিরিজের একটি ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে, যার মডেল নম্বর SM8425 এবং কোডনাম "Waipio LTE" (অনুবাদিত)। তিনি আরও জানিয়েছেন যে, স্ন্যাপড্রাগন ৮ জেন ১-এর মডেল নম্বর SM8450 এবং কোডনেম ওয়াইপিও (Waiipio) রয়েছে। আর আপগ্রেডেড স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১-এর মডেল নম্বর SM8475 এবং কোডনেম পালিমা (Palima)। এটি নির্দেশ করে যে, হুয়াওয়ে মেট ৫০ সিরিজে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত একটি ৪জি ভ্যারিয়েন্ট থাকতে পারে।
প্রসঙ্গত একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, কোয়ালকম তাদের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর-এর একটি ৪জি সংস্করণ লঞ্চ করবে এবং এটি হুয়াওয়ের মতো সংস্থার ফোনে ব্যবহার করা হতে পারে। এছাড়াও, অতীতের কিছু লিক থেকেও জানা গেছে যে, হুয়াওয়ে মেট ৫০, হুয়াওয়ে মেট ৫০ প্রো এবং হুয়াওয়ে মেট ৫০ আরএস মডেলগুলি স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে। তবে, হুয়াওয়ে মেট ৫০ই মডেলটিতে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরটি ব্যবহার করা হতে পারে।
জানিয়ে রাখি, Huawei Mate 50-এ ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.২৮ ইঞ্চি থেকে ৬.৫৬ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এতে সর্বাধিক ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য, এই হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Huawei Mate 50-এ ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৪০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।
এদিকে, Huawei Mate 50 Pro এবং Huawei Mate 50 RS-এ ৬.৭৮ ইঞ্চি বা ৬.৮১ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ পর্যন্ত ডায়নামিক রিফ্রেশ রেট অফার করবে বলে আশা করা হচ্ছে। এই মডেলগুলি ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ সহ বাজারে আসতে পারে। ক্যামেরার ক্ষেত্রে, এই হ্যান্ডসেট দুটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে বলেই আশা করা যায়, তবে প্রাইমারি ক্যামেরা হিসেবে এগুলিতে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮০০ প্রসেসর অন্তর্ভুক্ত থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই হুয়াওয়ে হ্যান্ডসেটগুলি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করতে পারে।
এছাড়া, Huawei Mate 50e-তে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.২৮ ইঞ্চি থেকে ৬.৫৬ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে দেখা যাবে। এতে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ মিলবে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য, এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। আর পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Mate 50e ৪,৪০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।