Huawei Mate 70 Pro: চমকের শেষ নেই! ট্রিপল ফ্রন্ট হোল ডিজাইনের ফোন আনছে হুয়াওয়ে

হুয়াওয়ে চীনে গতবছর আগস্ট মাসে আয়োজিত পাইওনিয়ার প্রোগ্রামের মঞ্চে Huawei Mate 60 সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলি...
Ananya Sarkar 20 Jun 2024 12:41 PM IST

হুয়াওয়ে চীনে গতবছর আগস্ট মাসে আয়োজিত পাইওনিয়ার প্রোগ্রামের মঞ্চে Huawei Mate 60 সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছিল। শোনা যাচ্ছে যে কোম্পানি এখন পরবর্তী প্রজন্মের Huawei Mate 70 সিরিজের লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে, যদিও আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। তবে আগামী আগস্ট বা সেপ্টেম্বরে এটি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে৷ তবে তার আগেই এখন Huawei Mate 70 Pro ফোনের সামনের প্যানেলের ডিজাইনটি প্রদর্শন করে একটি ইমেজ সামনে এসেছে। নতুন কি কি তথ্য উঠে এল ফোনটির সম্পর্কে, আসুন জেনে নেওয়া যাক।

সামনে এল Huawei Mate 70 Pro ফোনের ফ্রন্ট ডিজাইন

চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট, ওয়েইবো-তে টিপস্টার সেটসুনা ডিজিটাল দ্বারা শেয়ার করা একটি ছবি অনুসারে, হুয়াওয়ে মেট ৭০ প্রো একই রকম অবস্থান এবং পরিধি সহ মেট ৬০ প্রো ফোনে দেখা তিনটি ফ্রন্ট পাঞ্চ হোল ধরে রাখবে। এটি নির্দেশ করে যে হাই স্ক্রিন-টু-বডি রেশিওর জন্য স্ক্রিন ফ্রেমে সম্ভাব্য অপ্টিমাইজেশন সহ সামনের ডিজাইনটি অনেকাংশে অপরিবর্তিত থাকবে।

হুয়াওয়ে মেট ৭০ প্রো ফোনের স্ক্রিনটি একটি শক্তিশালী ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স প্রদান করবে বলে আশা করা হচ্ছে, হুয়াওয়েই এই তিনটি ফ্রন্ট পাঞ্চ হোল ডিজাইন ব্যবহার করে একমাত্র স্মার্টফোন নির্মাতা। কোম্পানি ভেবেচিন্তে এই হোলগুলিকে আড়াল করার জন্য একটি সিস্টেম ফাংশন অন্তর্ভুক্ত করেছে, যার ফলে তাদের মধ্যবর্তী স্থানটিকে কালো দেখায় অনেকটা আইফোনের স্মার্ট আইল্যান্ডের মতো।

জানিয়ে রাখি, Mate 60 Pro হ্যান্ডসেটের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেলফি ক্যামেরা, একটি ৩ডি টিওএফ (3D ToF) সেন্সর এবং ৩ডি ফেস ম্যাপিংয়ের জন্য অতিরিক্ত সেন্সর ও লেজার রয়েছে। Huawei Mate 70 Pro ফোনের সামনেও একই ধরনের সেন্সর দেখা যেতে পারে।

Huawei Mate 70 সিরিজের ফোনগুলির রিয়ার প্যানেলে একটি বৃত্তাকার লেন্স মডিউল থাকবে কিন্তু নতুন ডিজাইনের উপাদানের সাথে, যা স্বতন্ত্রতা এবং ‘বিজনেস-লাইক’ লুক অফার করবে। সিরিজটি স্ট্রেইট-স্ক্রিন এবং কার্ভড-স্ক্রিন উভয় বিকল্পই অফার করবে। ফ্ল্যাট ডিসপ্লেটি স্ট্যান্ডার্ড সংস্করণে দেখা যাবে, আর কার্ভড-স্ক্রিন Huawei Mate 70 Pro এবং উচ্চতর মডেলের সাথে আসবে।

Show Full Article
Next Story