Huawei Mate Xs 2 আসছে পাঞ্চ হোল ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ, প্রকাশ্যে রেন্ডার

হুয়াওয়ে চলতি মাসেই বাজারে আনতে চলেছে তাদের আপকামিং Huawei Mate Xs 2 ফোল্ডেবল স্মার্টফোনটি। সংস্থার তরফে একটি টিজার প্রকাশ করে নিশ্চিত করা হয়েছে আগামী ২৮…

হুয়াওয়ে চলতি মাসেই বাজারে আনতে চলেছে তাদের আপকামিং Huawei Mate Xs 2 ফোল্ডেবল স্মার্টফোনটি। সংস্থার তরফে একটি টিজার প্রকাশ করে নিশ্চিত করা হয়েছে আগামী ২৮ এপ্রিল চীনে এই বহু প্রতীক্ষিত ডিভাইসটির ওপর থেকে পর্দা সরানো হবে। Huawei Mate Xs 2 ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাওয়া Huawei Mate Xs-এর উত্তরসূরি হিসেবে আসবে। তবে লঞ্চের দিন ঘোষণার পাশাপাশি, এই ফোল্ডেবল স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং রেন্ডারগুলিও অনলাইনে প্রকাশিত হয়েছে। আসন্ন ফোল্ডেবল হ্যান্ডসেটটি তিনটি ভিন্ন রঙের বিকল্পে পাওয়া যাবে বলে জানা গেছে। রেন্ডারগুলি ফোনের সামনে সেলফি ক্যমেরার জন্য একটি একটি পাঞ্চ-হোল ডিসপ্লে দেখিয়েছে। Huawei Mate Xs 2 ৫০ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

Huawei Mate Xs 2 চলতি মাসেই আসছে বাজারে

হুয়াওয়ে চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-তে একটি প্রোমোশনাল টিজার প্রকাশ করেছে। জানা গেছে, হুয়াওয়ে মেট এক্সএস ২ আগামী ২৮ এপ্রিল চীনা বাজারে লঞ্চ হবে এবং এই ফোল্ডেবল স্মার্টফোনের লঞ্চ ইভেন্টটি সন্ধ্যা ৭ টায় (ভারতীয় সময়ে বিকেল ৪:৩০) অনুষ্ঠিত হবে। এই পোস্টারটিতে চীনা ভাষায় যে আসন্ন স্মার্টফোনটির জন্য ট্যাগলাইনটি রয়েছে তা বাংলায় অনুবাদ করলে হয় – “দেখার যোগ্য মুখ”। যদিও সংস্থার তরফে এখনও এই ডিভাইসটির কোনও স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি।

অন্যদিকে, গিক_সাও (@GeekCao) নামে একজন টুইটার ব্যবহারকারী অফিসিয়াল লঞ্চের আগে হুয়াওয়ে মেট এক্সএস ২-এর নতুন রেন্ডার এবং কয়েকটি স্পেসিফিকেশন ফাঁস করেছেন। টিপস্টার জানিয়েছেন, হুয়াওয়ের এই আসন্ন ফোল্ডেবল ফোনটি ব্ল্যাক, হোয়াইট এবং পার্পল- এই তিনটি কালার অপশনে বাজারে উপলব্ধ হবে। ফাঁস হওয়া রেন্ডারগুলিতে, এই ফোনে পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন দেখা যাচ্ছে। এই ডিসপ্লের সুরক্ষা নিশ্চিত করতে হুয়াওয়ে সাম্প্রতিক ফোল্ডেবল ফোনে একাধিক বাফার লেয়ার যুক্ত করবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও হুয়াওয়ে মেট এক্সএস ২-এ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট উপস্থিত থাকবে, যার মধ্যে অবস্থান করবে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর। আবার প্রাইমারি লেন্সের সাথে এই ক্যামেরা সেটআপে একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে।

জানিয়ে রাখি এর আগে, সম্ভবত Huawei Mate Xs 2 হ্যান্ডসেটটিকে PAL-AL00 চীনের মডেল নম্বর সহ চীনের টেনা (TENAA) এবং চায়না কম্পলসারি সার্টিফিকেশন (3C)-এর মতো সাইটে দেখতে পাওয়া গিয়েছিল। এই তালিকায় প্রকাশ করা হয় যে, আসন্ন ফোনটিতে ডুয়েল-সিম সাপোর্ট সহ ৪জি সংযোগ থাকবে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ভিত্তিক হারমনি ওএস ২.০.১ (HarmonyOS 2.0.1) অপারেটিং সিস্টেমে রান করবে এবং এতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হিবে। পারফরম্যান্সের জন্য, Huawei Mate Xs 2 ফোনটি কিরিন ৯০০০ ৪জি প্রসেসর দ্বারা চালিত হতে পারে।