২৩ ডিসেম্বর আসছে Huawei এর নেক্সট জেনারেশন MateBook ল্যাপটপ

শুধু স্মার্টফোন নয়, MateBook ব্র্যান্ডিংয়ে ল্যাপটপের বাজার ধরতে ইতিমধ্যেই সফল হয়েছে চীনা টেক জায়ান্ট Huawei। চীনা সংস্থাটি গত কয়েকবছর ধরে এই সিরিজের আওতায় ফ্ল্যাগশিপ ল্যাপটপ…

শুধু স্মার্টফোন নয়, MateBook ব্র্যান্ডিংয়ে ল্যাপটপের বাজার ধরতে ইতিমধ্যেই সফল হয়েছে চীনা টেক জায়ান্ট Huawei। চীনা সংস্থাটি গত কয়েকবছর ধরে এই সিরিজের আওতায় ফ্ল্যাগশিপ ল্যাপটপ নিয়ে আসছে। সেক্ষেত্রে সম্প্রতি সংস্থাটি ঘোষণা করেছে যে, দেশীয় বাজারে তারা এবার MateBook সিরিজের পরবর্তী প্রজন্মের ল্যাপটপগুলি লঞ্চ করতে প্রস্তুত হচ্ছে। আগামী ২৩ ডিসেম্বর এই ল্যাপটপগুলির উপর থেকে পর্দা সরানো হবে।

ইভেন্টের ঘোষণা করতে গিয়ে হুয়াওয়ে তিনটি ভিন্ন টিজার শেয়ার করেছে। এই টিজার থেকে আপকামিং ডিভাইসগুলির গুরুত্বপূর্ণ ফিচার জানা গেছে। এর মধ্যে একটি পোস্টারে ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে বায়ু চলাচল করার পদ্ধতি দেখানো হয়েছে। আবার অন্য পোস্টারটি স্মার্টফোন, ট্যাবলেট, মনিটরের সঙ্গে, ব্র্যান্ডের অন্যান্য প্রোডাক্টগুলির মধ্যে কোলাবরেশনের ইঙ্গিত দিচ্ছে এবং তৃতীয় পোস্টারটি উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েডের মত দুটি ভিন্ন প্ল্যাটফর্মে চালিত ডিভাইসকে বুঝিয়েছে।

অনুমান করা হচ্ছে, সংস্থাটি তাদের প্রোডাক্টে নন-কন্টাক্ট জেসচার রিকগনিশনের ও কন্ট্রোল ফিচারের জন্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ব্যবহার করতে চলেছে। এই একই টেকনোলজি হাই-টেক ইন্ডাস্ট্রিজ যেমন মেডিকেল, সেমিকন্ডাক্টর, এরোস্পেস এবং অন্যান্য জায়গায় ব্যবহৃত হয়। যদিও সংস্থাটি আগামী ২৩ ডিসেম্বর যে ল্যাপটপগুলি লঞ্চ করতে চলেছে, তার নাম কিংবা সিরিজের নাম প্রকাশ করেনি। তবে, সংস্থাটি যেভাবে পোস্টার রিলিজ করছে, তা দেখে আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যেই প্রোডাক্টগুলি সম্পর্কে বিশদ তথ্য সামনে আসবে।

উল্লেখ্য, গত মাসে এই চিনা সংস্থাটি তাদের প্রথম হাইব্রিড ল্যাপটপ তথা টু-ইন-ওয়ান ডিভাইস Huawei MateBook E লঞ্চ করে। দেশীয় বাজারে এই ল্যাপটপটির দাম ধার্য হয়েছে ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭১,৮০০ টাকা)।