Huawei P50 Pocket: হুয়াওয়ের প্রথম ফোল্ডেবল ক্ল্যামশেল ফোনে 50MP ট্রিপল ক্যামেরা ও 66W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে

হুয়াওয়ের ফোল্ডেবল স্ক্রিন-সহ প্রথম ক্ল্যামশেল ফোন হিসেবে আগামী ২৩ ডিসেম্বর Huawei P50 Pocket লঞ্চ হতে চলেছে। আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগে ডিভাইসটির সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে…

হুয়াওয়ের ফোল্ডেবল স্ক্রিন-সহ প্রথম ক্ল্যামশেল ফোন হিসেবে আগামী ২৩ ডিসেম্বর Huawei P50 Pocket লঞ্চ হতে চলেছে। আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগে ডিভাইসটির সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। মাইড্রাভার্সের প্রতিবেদনে Huawei P50 Pocket এর মূল স্পেফিসিফেশনগুলির সম্পর্কে জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, এই ফোল্ডেবল ফ্লিপ ফোন 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে না, যা সত্যিই অবাক করার মতো।

Huawei P50 Pocket স্পেসিফিকেশনস

রিপোর্ট অনুযায়ী, হুয়াওয়ে পি৫০ পকেট ৬.৮ ইঞ্চি ইন্টারনাল প্রাইমারি ডিসপ্লে ও ১ ইঞ্চি সেকেন্ডারি ডিসপ্লের সঙ্গে আসবে। ইন্টারনাল ডিসপ্লের ডিজাইন সম্পর্কে কিছু জানা যায়নি। এই ক্ল্যামশেল ডিভাইস কিরিন ৯০০০ চিপসেট দ্বারা চালিত হবে৷ এর সঙ্গে ৫জি মডেম দেওয়া হবে না।

huawei-p50-pocket-chipset-battery-camera-details-leak-launch-on-23-december

হুয়াওয়ে পি৫০ পকেট এর রিয়ার প্যানেলে তিনটি ক্যামেরা থাকতে চলেছে – একটি ৫০ মেগাপিক্সেল মেন ক্যামেরা (সনি আইএমএক্স৭৬৬) + একটি ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং একটি ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, যা ৩x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। যদিও হুয়াওয়ে পি৫০ পকেট এর সেল্ফি ক্যামেরার রেজোলিউশনের বিষয়ে কোনও তথ্য নেই।

Huawei P50 Pocket এ পাওয়ার ব্যাকআপের জন্য ৪,১০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা লং লাস্টিং ব্যাটারি লাইফ অফার করবে। ডিভাইসটির ব্যাটারিতে ফাস্ট চার্জিং অপশন থাকবে। ৬৬ ওয়াট ক্ষমতার চার্জার ফোনের রিটেল বক্সে পাওয়া যাবে।

উল্লেখ্য, ২৩ ডিসেম্বরের লঞ্চ ইভেন্টে হুয়াওয়ে ক্ল্যামশেল ডিজাইনের ফোল্ডেবল স্মার্টফোন ছাড়াও আরও কয়েকটি ডিভাইসের ঘোষণা করবে। তার মধ্যে Watch D স্মার্টওয়াচ, স্মার্ট গ্লাস, নোটবুক ল্যাপটপ উল্লেখযোগ্য।