অসাধারণ ক্যামেরা, Mi 11 Ultra কে হারিয়ে সেরা ক্যামেরা ফোন এখন Huawei P50 Pro

সবচেয়ে উৎকৃষ্ট ক্যামেরাযুক্ত স্মার্টফোন তৈরীর ক্ষেত্রে শাওমি’র (Xiaomi) একাধিপত্য এবার চ্যালেঞ্জের মুখে। যেমন তেমন চ্যালেঞ্জ নয়, বরং জনপ্রিয় বেঞ্চমার্ক সংস্থার কাছে সর্বোচ্চ নম্বর পেয়ে শাওমিকে…

সবচেয়ে উৎকৃষ্ট ক্যামেরাযুক্ত স্মার্টফোন তৈরীর ক্ষেত্রে শাওমি’র (Xiaomi) একাধিপত্য এবার চ্যালেঞ্জের মুখে। যেমন তেমন চ্যালেঞ্জ নয়, বরং জনপ্রিয় বেঞ্চমার্ক সংস্থার কাছে সর্বোচ্চ নম্বর পেয়ে শাওমিকে হারিয়ে সেরার সেরা তকমা জুটে যাওয়া! আজ্ঞে হ্যাঁ, এমনটাই করে দেখিয়েছে চীনা কোম্পানি হুয়াওয়ে (Huawei)। তাদের সদ্য লঞ্চ করা Huawei P50 Pro কে ক্যামেরার দিক থেকে Mi 11 Ultra-এর থেকে এগিয়ে রেখেছে DxOMark।

DxOMark-এর ক্যামেরা রেটিংয়ে Mi 11 Ultra কে পিছনে ফেললো Huawei P50 Pro

অনেকেই হয়তো জানেন যে ডক্সোমার্ক (DxOMark) একটি জনপ্রিয় সংস্থা, যারা নতুন নতুন স্মার্টফোনের ক্যামেরার বৈশিষ্ট্য ও গুণাবলী পর্যবেক্ষণের পর উৎকর্ষের বিচারে সেগুলিকে নম্বর প্রদান করে। এতদিন পর্যন্ত সংস্থার বিচারে শাওমি এমআই ১১ আল্ট্রা (Xiaomi Mi 11 Ultra) ডিভাইসটিকে সেরা ক্যামেরাযুক্ত স্মার্টফোন হিসেবে চিহ্নিত করা হচ্ছিল। কিন্তু সম্প্রতি এই তকমা ছিনিয়ে নিয়েছে হুয়াওয়ে। ক্যামেরার গুণাগুণের ১৪৪ পয়েন্ট পেয়ে কোম্পানির নতুন ডিভাইস হুয়াওয়ে পি ৫০ প্রো (Huawei P50 Pro) শাওমি’র স্মার্টফোনকে পিছনে ফেলেছে।

অবগতির জন্য জানিয়ে রাখি যে Huawei P50 Pro ডিভাইসে কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি কালার ক্যামেরার দেখা মিলবে। এছাড়া রয়েছে ৪০ মেগাপিক্সেলের মোনোক্রোম শুটার, ১৩ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল স্ন্যাপার এবং ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। সেলফি তোলার জন্য এতে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ডক্সোমার্কের মতামত বিশ্লেষণ করলে আমরা হুয়াওয়ে’র নতুন ফোনটির ক্যামেরা সক্ষমতা সম্পর্কে যথাযথ ধারণা পাবো। রিয়ার ক্যামেরায় তোলা ছবির গুণমান বিচার করে সংস্থাটি, Huawei P50 Pro মডেলটিকে সবমিলিয়ে ১৪৯ পয়েন্ট প্রদান করেছে। অন্যদিকে জুম (Zoom) এবং ভিডিও পরীক্ষার পর মডেলটি যথাক্রমে ১০৭ ও ১১৬ পয়েন্ট পেয়েছে। এছাড়া সেলফি ক্যামেরায় তোলা ছবি ও ভিডিও’র জন্য বেঞ্চমার্ক সংস্থা আলোচ্য ফোনটিকে যথাক্রমে ১১২ ও ৯৬ পয়েন্ট প্রদান করেছে। বেঞ্চমার্ক সংস্থার মতে হুয়াওয়ের আলোচ্য ফোনে তোলা ছবিগুলিতে নয়েজের মাত্রা যথেষ্ট কম। এছাড়া ফোনটি সমস্ত অবস্থাতেই ওয়াইড ডায়নামিক রেঞ্জ প্রদান করে। তাছাড়া এখানে তোলা ছবিগুলির হোয়াইট ব্যালেন্স সম্পূর্ণ স্বাভাবিক ও যথাযথ। আবার রিয়ার প্যানেলে অবস্থিত টেলিফটো সেন্সর সম্পর্কে DxOMark জানিয়েছে যে মধ্য এবং দীর্ঘ রেঞ্জের দূরত্ব ও দিনের আলোয় ছবি তোলার পক্ষে এটি চমৎকার। তাছাড়া এর ছবির ডিটেলিং অত্যন্ত উৎকৃষ্ট। সুতরাং ক্যামেরার বিচারে ফোনটিকে অসাধারণ না বললে ভুল হবে।

অবশ্য DxOMark আলোচ্য ফোনের ক্যামেরার কয়েকটি এমন দিকের কথা তুলে ধরেছে যেখানে হুয়াওয়েকে পরবর্তীকালে আরো উন্নতি করতে হবে। বিশেষ করে কম আলোকপূর্ণ পরিস্থিতিতে ছবি তোলার ক্ষেত্রে ফোনটির ক্যামেরায় কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা গেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন