Samsung কে টেক্কা, ট্রাই-ফোল্ডেবল ফোন আনছে Huawei

Huawei ব্র্যান্ডের ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোনটিকে ঘিরে জল্পনা আরও ঘনীভূত হয়েছে। ফোনটিকে কোম্পানির কনজিউমার বিজনেস গ্রুপের সিইও-এর হাতে দেখা গেছে। এই বিশেষ ডিজাইনের ফোল্ডেবল হ্যান্ডসেটটি আগামী মাসে বাজারে পা রাখতে পারে।

Ananya Sarkar 17 Aug 2024 9:27 AM IST

এমাসের শুরুতে, Huawei ব্র্যান্ডের কনজিউমার বিজনেস গ্রুপের সিইও ইউ রিচার্ডকে আসন্ন ট্রাই-ফোল্ডেবল ফোন ব্যবহার করতে দেখা গেছে। ছবিটি ডিভাইসের বৃহত্তর অভ্যন্তরীণ ডিসপ্লের একটি আভাস দিয়েছে। আর এখন, ইউ রিচার্ডকে আবারও ট্রাই-ফোল্ডেবল ফোন ব্যবহার করতে দেখা গেছে। নতুন ছবিটি ফোল্ড করা অবস্থায় ডিভাইসটিকে দেখায়। এক নির্ভরযোগ্য টিপস্টার ইঙ্গিত দিয়েছেন যে এটি সেপ্টেম্বরে আরও কিছু হুয়াওয়ে প্রোডাক্টের সাথে আত্মপ্রকাশ করবে।

হুয়াওয়ের ট্রাই-ফোল্ডেবল ফোনটিকে আবার দেখা গেল

ট্রাই-ফোল্ডেবল ডিজাইনের কারণে, ডিভাইসটি সাধারণ ফ্ল্যাট-স্ক্রিন ফোনের তুলনায় মোটা দেখায় কিন্তু অতিরিক্ত ভারী নয়। লঞ্চ করার সময় ফোনটির পুরুত্ব ৫ মিলিমিটার এবং ভাঁজ করার সময় প্রায় ১৫ মিলিমিটার হবে বলে আশা করা হচ্ছে। রিয়ার ক্যামেরাটি একটি বৃত্তাকার, ক্যান্টারড মডিউল থাকবে, যা হুয়াওয়ে মেট ৫০ সিরিজের ডিজাইনের অনুরূপ এবং প্যারিস স্টাড দ্বারা বেষ্টিত বলে মনে করা হচ্ছে।

আগের রিপোর্টগুলি ইঙ্গিত দিয়েছে যে, ফোনটিতে একটি ইনওয়ার্ড ফোল্ড, আউটওয়ার্ড ফোল্ড এবং ডুয়েল-হিঞ্জ ডিজাইন রয়েছে৷ স্ক্রিনটি প্রায় ১০ ইঞ্চির হতে পারে বলে আশা করা হচ্ছে, যেখানে বামদিকে কেন্দ্রীয়ভাবে স্থাপন করা পাঞ্চ-হোল ক্যামেরা রয়েছে। ডিভাইসটি কিরিন ৯ সিরিজের প্রসেসর দ্বারা চালিত হবে এবং হুয়াওয়ে মেট ৭০ সিরিজের আগে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। মেট সিরিজ এবছরের শেষ ত্রৈমাসিকে আত্মপ্রকাশ করতে পারে।

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, হুয়াওয়ে সেপ্টেম্বরে চীনে একটি বড় লঞ্চ ইভেন্টের আয়োজন করতে পারে। ইভেন্টে বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ডেবল ফোন উন্মোচন করা ছাড়াও, কোম্পানি Huawei Nova 13 সিরিজ এবং Huawei ওয়াচ জিটি 5 সিরিজের মতো অন্যান্য ডিভাইসগুলিও লঞ্চ করতে পারে। এগুলির একটি অসাধারণ Master Edition ভ্যারিয়েন্ট রয়েছে বলে মনে করা হচ্ছে। বর্তমানে, হুয়াওয়ের ট্রাই-ফোল্ডেবল ফোনের চূড়ান্ত বাণিজ্যিক নাম সম্পর্কে কোনও স্পষ্টতা নেই। এটি মেট-ব্র্যান্ডেড প্রোডাক্ট হিসাবে আত্মপ্রকাশ করে কিনা, সেটাই এখন দেখার।

Show Full Article
Next Story