ঘরে বসে লোন নিয়ে কিনুন Hyundai গাড়ি, ব্যাংকে যাওয়ারও প্রয়োজন নেই

দেশের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা কোম্পানি Hyundai Motor India Limited গ্রাহকদের সুবিধার্থে HDFC ব্যঙ্কের সাথে চুক্তি...
techgup 22 Jun 2020 5:18 PM IST

দেশের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা কোম্পানি Hyundai Motor India Limited গ্রাহকদের সুবিধার্থে HDFC ব্যঙ্কের সাথে চুক্তি করেছে। এই চুক্তি অনুসারে গ্রাহক ঘরে বসেই গাড়ি কিনতে পারবেন এবং তাদের লোন পেতে ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন হবেনা। হুন্ডাই এর কথা অনুসারে, তাদের অনলাইন 'ক্লিক টু বাই' পরিষেবা ব্যবহারের মাধ্যমে গ্রাহক সহজে লোনের ব্যবস্থা করতে পারবেন।

HMIL এর কার্যকরী নির্দেশক এক প্রেস কনফারেন্সে বলেন, “HDFC ব্যঙ্কের সাথে আমাদের চুক্তি গ্রাহকদের জন্য এক নতুন পথ খুলে দিতে চলেছে যা গ্রাহকদের জন্য উপযুক্ত ডিলের ব্যবস্থা করবে। উনি আরও বলেছেন যে ক্লিক টু বাই প্ল্যার্টফর্ম লঞ্চের পরে ভিজিটারের সংখ্যা ৯ লাখের ও বেশি বেড়ে গেছে যার মধ্যে গত দুই মাসে ১৭ হাজারেরও বেশি গ্রাহক রেজিট্রেশন করেছেন।”

এই ব্যাপারে HDFC ব্যাংকের প্রধান অরবিন্দ কপিল বলেন, বর্তমান সমাজে একটি নতুন ডিজিটাল ইকো সিস্টেম বানানোর প্রয়োজন ছিল যা গ্রাহকদের সহায়তা করবে, হুন্ডাই এবং এইচডিএসসির মিলিত উদ্দ্যোগে তা সম্ভব হয়েছে। তিনি আরও বলেছেন যে এই ইকো সিস্টেম গ্রাহক, ডিলারশিপ এবং লোনবিভাগকে একসাথে করেছে যার ফলে গ্রাহক সহজেই ঘরে বসে পছন্দের গাড়ি কিনতে পারবেন।

ক্লিক টু বাই আসলে কি?

হুন্ডাই কিছুদিন আগেই ক্লিক টু বাই নামে একটি নতুন ব্যবস্থা লঞ্চ করেছিল। সেই ব্যবস্থা অনুসারে গ্রাহক খুব সহজে ঘরে বসে নিজের মনের মতো গাড়ি কিনতে পারবেন।সম্প্রতি হুন্ডাই এই সার্ভিসে আরেকটি নতুন অপশন যুক্ত করেছেন। এখন গ্রাহক এই অপশনের মাধ্যমে কেবল গাড়ি কিনতেই নয়। গাড়ির ওপর লোন ও পাবেন কেবল একটি ক্লিক করে।

Show Full Article
Next Story
Share it