Viral: লোকসভা ভোট না দিলে ব্যাঙ্ক থেকে কাটা হবে 350 টাকা, ঠিক কী বলছে মোদী সরকার?
সোশ্যাল মিডিয়ায় আজকাল নানারকম বিস্ময়কর খবর ভাইরাল হয়ে থাকে। কিন্তু কখনও কখনও এমনও কিছু জিনিস নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে,...সোশ্যাল মিডিয়ায় আজকাল নানারকম বিস্ময়কর খবর ভাইরাল হয়ে থাকে। কিন্তু কখনও কখনও এমনও কিছু জিনিস নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে, যাতে অনেক মানুষ অবাক হলে বা বিশ্বাস করে ফেললেও, সেগুলি সত্যি হয়না। এসব ক্ষেত্রে স্ক্যাম জাতীয় হয়রানি হওয়ারও প্রবল সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হচ্ছে যাতে দাবি করা হচ্ছে যে, আসন্ন লোকসভা নির্বাচনে ভোট না দিলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩৫০ টাকা কেটে নেওয়া হবে। পোস্ট অনুযায়ী, যিনি ভোট দেবেননা, তাঁর মোবাইল রিচার্জের সময় এই টাকা কেটে নেওয়া হবে। এরই সাথে একটি একটি খবরের কাগজের অংশের ছবিও ভাইরাল হচ্ছে। কিন্তু সত্যিই এমন কোনো সিদ্ধান্ত গৃহীত হয়েছে? এরকম আজব নিয়ম চালু করে তবে কি জনসাধারণের বিরাগভাজন হতে চাইছে সরকার? আসুন গোটা বিষয়টি জেনে নিই।
ভাইরাল পোস্টে কী দাবি করা হচ্ছে?
ফেসবুক (Facebook), এক্স (X, টুইটারের নতুন নাম) এবং হোয়াটসঅ্যাপে (WhatsApp) ভাইরাল হওয়া পেপার কাটিংয়ে দাবি করা হচ্ছে যে – এবারের লোকসভা নির্বাচনে যারা ভোটদানে বিরত থাকবেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে নতুন নির্দেশ জারি করেছে কমিশন। এক্ষেত্রে যারা ভোট দেবেননা তাদের অ্যাকাউন্ট থেকে ৩৫০ টাকা কেটে নেওয়া হবে। ইতিমধ্যে কমিশন সব ব্যাঙ্ককে এই আদেশ কার্যকর করতে বলেছে, এমনটাও সেখানে উল্লেখ করা আছে।
শুধু তাই নয়, যেসব ভোটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩৫০ টাকা ব্যালান্স নেই বা যাদের পরিচয় আধার কার্ডের ভিত্তিতে করা যাবে, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টই নেই, তাদের রিচার্জের সময় টাকাটি চার্জ হিসেবে দিতে হবে হবে। এর জন্য সর্বনিম্ন ৩৫০ টাকা দিয়ে চার্জ করতে হবে।
#FakeNewsAlert
— Spokesperson ECI (@SpokespersonECI) November 29, 2021
It has come to our notice that the following fake news is again being circulated in some whats app groups and social media. @PIBFactCheck https://t.co/FEtIhgzJ7N pic.twitter.com/UVPpoDqOHh
কতটা সত্য এই পোস্ট?
পেপার কাটিং নিয়ে যে ভাইরাল দাবি করা হচ্ছে, তা পুরোপুরি ভুয়ো। পিআইবি ফ্যাক্ট চেক (PIB Fact Check) টিম এই পোস্টটির সত্যতা যাচাই করে এটিকে সম্পূর্ণ গুজব বলে অভিহিত করেছে। আবার নির্বাচন কমিশনও একে ভুয়ো খবর বলেছে। আর একটু খেয়াল করলে দেখা যাবে এটি বেশ পুরোনো পোস্ট। অতএব, নির্বাচন কমিশন সম্পর্কিত এধরনের কোনো সিদ্ধান্ত সম্পর্কে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। তবে দায়িত্বশীল নাগরিক হিসেবে অবশ্যই ভোট দিন।