ফোন হারিয়ে গেলে বা চুরি গেলে এক্ষুনি করুন এই কাজ, না হলে বিপদে পড়তে পারেন

বর্তমান সময়ে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট মজুদ রাখি স্মার্টফোনে। এছাড়াও মোবাইলের মাধ্যমেই ব্যাংক অ্যাকাউন্ট ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি অ্যাক্সেস করে থাকি। ফলে ফোনটি চুরি হওয়া…

বর্তমান সময়ে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট মজুদ রাখি স্মার্টফোনে। এছাড়াও মোবাইলের মাধ্যমেই ব্যাংক অ্যাকাউন্ট ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি অ্যাক্সেস করে থাকি। ফলে ফোনটি চুরি হওয়া বা হারিয়ে যাওয়ার মানে আমাদের ব্যক্তিগত তথ্যগুলিও বেহাত হওয়ার সম্ভাবনা। এমত পরিস্থিতিতে ফোনে থাকা তথ্য গুলিকে যাতে কেউ ব্যবহার না করতে পারে তার জন্য আমাদের বেশ কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে, আজ আমরা এমন কিছু কৌশল আপনাদের জানাবো, যেগুলিকে অনুসরণ করলে ফোন চুরি যাওয়া সত্ত্বেও আপনাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক ফোন চুরি বা হারিয়ে গেলে কী কী করণীয়।

চুরি যাওয়া ফোনের ডেটাকে কীভাবে সুরক্ষিত রাখবেন

সিম কার্ড ব্লক করুন

ফোন চুরি গেলে প্রথমেই আপনি আপনার টেলিকম সার্ভিস প্রোভাইডারের সাথে যোগাযোগ করুন। তারপর, চুরি যাওয়া ফোনটিতে থাকা সিম কার্ডটিকে ব্লক করুন। কারণ, সিম কার্ড ব্লক থাকলে, আপনার মোবাইল নম্বর বা সেটিতে আসা ওটিপি (OTP) -কে ব্যবহার করে চোর কোনো প্রকারের জালিয়াতি করতে পারবে না।

আধার কার্ডকে অন্য কোনো নম্বরের সাথে লিঙ্ক করুন

বর্তমানে মোবাইল নম্বরের সাথে আধার কার্ডকে লিঙ্ক করার প্রক্রিয়াটি বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। তাই ফোন চুরি গেলেই তৎক্ষণাৎ আপনার নিকটবর্তী আধার কেন্দ্রে চলে যান এবং অন্য কোনো ফোন নম্বরের সাথে এই ডকুমেন্টটিকে লিঙ্ক করুন। নতুবা আপনার আধার কার্ডের নম্বর এবং ডেটার অপব্যবহার হতে পারে।

UPI আইডি এবং অন্যান্য ওয়ালেটকে ডিঅ্যাক্টিভেট করুন

আপনার ফোন যদি চুরি যায়, তাহলে অবশ্যই সেটিতে থাকা UPI আইডি সহ অন্যান্য পেমেন্ট অ্যাপগুলির ওয়ালেটকে ডিঅ্যাক্টিভেট করুন। সময় থাকতে যদি আপনি এই কাজটি করতে পারেন তবে, আর্থিক ক্ষতির কোনো সম্ভাবনা থাকবে না।

ইমেইল আইডি এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিকে ডিঅ্যাক্টিভেট করুন

চুরি যাওয়া ফোনের নম্বরের সাথে লিঙ্ক করা প্রত্যেকটি ইমেইল আইডি এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেট করে দিন। এটি করলে আপনার যাবতীয় সোশ্যাল আইডি সুরক্ষিত থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন