IIIT-Lucknow: আইআইআইটি লক্ষ্ণৌর ইতিহাসে প্রথমবার, সর্বোচ্চ ১.২ কোটি টাকা বেতনে অ্যামাজনে চাকরি

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফর্মেশন অ্যান্ড টেকনোলজি বা আইআইআইটি লক্ষ্ণৌ (IIIT Lucknow) থেকে রেকর্ড বার্ষিক ১.২ কোটি টাকা...
SUPARNAMAN 11 April 2022 2:26 PM IST

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফর্মেশন অ্যান্ড টেকনোলজি বা আইআইআইটি লক্ষ্ণৌ (IIIT Lucknow) থেকে রেকর্ড বার্ষিক ১.২ কোটি টাকা বেতনে অ্যামাজনে (Amazon) যোগ দিচ্ছেন উত্তর প্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা অভিজিৎ দ্বিবেদী। এর আগে লক্ষ্ণৌ আইআইআইটির কোনো ছাত্র এহেন বিপুল অঙ্কের বেতনে কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় কাজ পায়নি বলে সংবাদ সূত্রে উঠে এসেছে। সংবাদ সংস্থা Times of India -র প্রতিবেদন অনুযায়ী, খুব শীঘ্রই অভিজিৎ আয়ারল্যান্ডের ডাবলিনে Amazon -এর সফটওয়্যার ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার পদে যোগ দিতে চলেছেন। তবে এই মুহূর্তে তিনি লক্ষ্ণৌ আইআইআইটির (IIIT Lucknow) ইনফর্মেশন টেকনোলজি বিভাগে বি.টেক অন্তিম বর্ষের ছাত্র।

কিভাবে এলো সাফল্য, বললেন অভিজিৎ

আজ্ঞে হ্যাঁ, অন্তিম বর্ষের পাঠ চলাকালীন অভিজিৎ Amazon -এ বিপুল বেতনের চাকরি আদায়ে সফল হয়েছেন। পড়াশোনা ছাড়া আরো বাড়তি কিছু দক্ষতা তাকে আলোচ্য সাফল্য অর্জনে সহায়তা করেছে বলে অভিজিৎ জানিয়েছেন। পূর্বোল্লিখিত সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎ -এর বক্তব্য, বেশ কিছুদিন ধরে একাধিক ভিডিও দেখার মধ্যে দিয়ে তিনি নিজেকে অ্যামাজনের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত করেছেন। এতে তিনি যথেষ্ট উপকার পেয়েছেন বলে অভিজিৎ জানান।

একইসাথে অভিজিৎ নির্দ্বিধভাবেই একথা জানিয়েছেন যে শুধুমাত্র প্রযুক্তিগত জ্ঞান দিয়ে ভালো চাকরি পাওয়া চলতি সময়ে বেশ মুশকিল। বরঞ্চ এক্ষেত্রে যোগাযোগের দক্ষতা এবং শরীরী ভাষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঠিক কিভাবে প্রস্তুতি নিলে মিলবে তার মতো সাফল্য - এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নবাগত ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের উদ্দেশ্যে অভিজিৎ বলেন, মোটা মাইনের ভালো চাকরির জন্য আগ্রহীদের সর্বদা অগ্রজ ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে। ইন্টারভিউয়ে সফল হওয়ার ক্ষেত্রে অগ্রজদের উপদেশ ও পরামর্শ নবাগতদের সাহায্য করবে বলে অভিজিৎ জানান। সর্বোপরি পড়ুয়াদের তিনি আলাদা আলাদা চাকরির পোর্টালে প্রোফাইল তৈরীর পরামর্শ দেন।

লক্ষ্ণৌ আইআইআইটি'র চিরস্মরণীয় বছর

উল্লেখ্য, চলতি বছরটা আইআইআইটি লক্ষ্ণৌর জন্য চিরস্মরণীয় হতে চলেছে। শুধুমাত্র অভিজিৎ -এর সাফল্যের জন্য একথা বলা হচ্ছেনা। চলতি বছরে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ১০০ শতাংশ প্লেসমেন্ট আদায়ে সফল হয়েছেন। সেদিক থেকে চাকরি পেয়েছেন প্রতিষ্ঠানের মোট ৬১ জন পড়ুয়া। অন্যদিকে ৪ জন পড়ুয়ার উচ্চতর শিক্ষার জন্য আবেদন করেছেন।

পরিশেষে জানিয়ে রাখি, এবছর লক্ষ্ণৌ আইআইআইটি থেকে বিভিন্ন সংস্থায় কাজ পাওয়া পড়ুয়াদের গড় বেতনক্রম বার্ষিক ২৬ লক্ষ টাকা। প্রতিষ্ঠানের ডিরেক্টর ডক্টর অরুণ মোহন সেরির মতে অভিজিৎ -এর আগে তাদের এক ছাত্র বার্ষিক ৪০ লক্ষ টাকার বেতনক্রমে কাজে নিযুক্ত হন। সেটি ছিলো এযাবৎ তাদের প্রতিষ্ঠানের কোনো পড়ুয়ার সর্বোচ্চ বেতন প্যাকেজ। যদিও চলতি বছরে অভিজিৎ এই পরিসংখ্যান ছাপিয়ে এক নতুন রেকর্ড তৈরী করেছে বলে ডিরেক্টর উল্লেখ করেন।

Show Full Article
Next Story