ভারতে বন্ধ হতে পারে ১২ হাজার টাকার কমের চীনা স্মার্টফোনের বিক্রি

ক্যালেন্ডারের তারিখ বদলাচ্ছে রোজই, কিন্তু ভারত ও প্রতিবেশী চীনের মধ্যে দু বছর পুরোনো রেষারেষির কোনো পরিবর্তন দেখা যাচ্ছে...
Anwesha Nandi 8 Aug 2022 9:10 PM IST

ক্যালেন্ডারের তারিখ বদলাচ্ছে রোজই, কিন্তু ভারত ও প্রতিবেশী চীনের মধ্যে দু বছর পুরোনো রেষারেষির কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। দিন যত এগোচ্ছে ততই দুটি দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকছে, ফলস্বরূপ প্রায়শই সামনে আসছে চীনা অ্যাপ ব্যান বা চীনা প্রোডাক্ট আমদানির ওপর কড়াকড়ির ঘটনা। জুলাই মাসের শেষে Battlegrounds Mobile India (BGMI) বা PUBG Mobile-এর ভারতীয় সংস্করণটিকেও সরকারি নির্দেশে Google Play Store বা Apple App Store থেকে সরানো হয়েছে। তবে এবার, ভারতের মত বড় বাজারে চীন ভিত্তিক স্মার্টফোন কোম্পানিগুলি বড় ধাক্কা খেতে চলেছে বলে মনে হচ্ছে। আসলে, দেশীয় কোম্পানিগুলির সুযোগ সুবিধা বাড়াতে বিগত বছরগুলিতে একাধিক পদক্ষেপ নিয়েছে মোদী সরকার, কিন্তু এবার ভারতীয় মোবাইল নির্মাতাদের প্রতিযোগীতা কমাতে চীনা ব্র্যান্ডগুলিকে ১২,০০০ টাকার কম রেঞ্জের ফোন (অর্থাৎ বাজেট ফোন) বিক্রি থেকে সীমাবদ্ধ করার কথা কেন্দ্র কতৃক বিবেচিত হচ্ছে বলে জানা গেছে।

গত এক দশকের কাছাকাছি সময় ধরে শাওমি (Xiaomi), রিয়েলমি (Realme), ওপ্পো (Oppo)-র মত কোম্পানিগুলি ১৫,০০০ টাকার নিম্নবর্তী সেগমেন্টে ব্যাপক আধিপত্য বিস্তার করেছে; কাউন্টারপয়েন্ট রিসার্চের রিপোর্ট অনুযায়ী, গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়ে অর্থাৎ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকেই ভারতে এই রেঞ্জের (পড়ুন সাশ্রয়ী মূল্যের) ফোন বিক্রির এক তৃতীয়াংশ (৮০% শিপমেন্ট) হাসিল করেছে চীনা সংস্থাগুলি৷ এদিকে এদের প্রতিপত্তির জন্য লাভা (Lava), মাইক্রোম্যাক্স (Micromax)-এর মত দেশীয় ব্র্যান্ডগুলি নতুন করে ব্যবসা শুরু করলেও এদের ডিভাইস গ্রাহকমহলে তেমন সাড়া ফেলতে পারছেনা। তাই ভারত সরকার, এই কোম্পানিগুলিকে বাজারে উল্লেখযোগ্য জায়গা করে দিতে চীনা সংস্থাগুলির ওপর চাপ সৃষ্টি করতে পারে বলে ব্লুমবার্গের রিপোর্টে দাবি করা হয়েছে। সেক্ষেত্রে এই পদক্ষেপটি কার্যকর হলে, এটি যে শাওমি, পোকো (Poco) বা রিয়েলমি (Realme)-র মত জনপ্রিয় ব্র্যান্ডের বিক্রিবাঁটায় প্রভাব ফেলবে তা বোধহয় আলাদা করে বলে দিতে হবে না!

ভারতে নানা জটিলতার মুখে পড়ছে চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলি

এত গেল সম্ভাব্য ব্যবসায়িক সীমাবদ্ধতার কথা। সম্প্রতি চীনের কিছু স্মার্টফোন কোম্পানি যে ভারতীয় গোয়েন্দা সংস্থার তদন্তের আওতায় এসেছে সেকথা অধিকাংশেরই অজানা নয়। আগের মাসগুলিতেই শাওমি, ওপ্পো এবং ভিভো (Vivo)-র মত নামী ব্র্যান্ডের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছে ইডি (ED) বা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। এমনকি এই অর্গানাইজেশন, একটি মানি লন্ডারিং মামলায় ভিভোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজও করেছে।

সত্যিই কী ভারতে ব্যান হবে চীনা কোম্পানিগুলির বাজেট স্মার্টফোন?

এই প্রসঙ্গে বলে রাখি, নেটদুনিয়ায় বিষয়টি নিয়ে জোর জল্পনা শুরু হলেও ভারত সরকার এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি যে, সত্যিই এদেশে চীনা ফোন নির্মাতাদের ১২,০০০ টাকার কম দামি ফোন নিষিদ্ধ হবে। তাই আগামী দিন কোম্পানিগুলির জন্য আলো আনবে নাকি অন্ধকার – তা এখনই বলা যাচ্ছে না!

Show Full Article
Next Story