Smartphone: আগামী পাঁচ বছরে ভারতে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ছাড়াবে ১০০ কোটি

২০২৬ সাল নাগাদ ভারতে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়াতে পারে! এমনই এক সম্ভাবনার কথা এবার উঠে এলো নয়া...
SUPARNAMAN 23 Feb 2022 7:35 PM IST

২০২৬ সাল নাগাদ ভারতে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়াতে পারে! এমনই এক সম্ভাবনার কথা এবার উঠে এলো নয়া সমীক্ষায়। মূলত গ্রামাঞ্চলে চাহিদা বৃদ্ধির কারণেই যে স্মার্টফোন ব্যবহারকারীদের সংখ্যায় এই বিপুল উত্থান লক্ষ্য করা যাবে তা সমীক্ষা সংক্রান্ত গবেষণায় স্পষ্ট হয়েছে। সমীক্ষা অনুযায়ী, ২০২১ সালের শেষ পর্বে ভারতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১২০ কোটি। এদের মধ্যে ৭৫ কোটি মানুষ বর্তমানে স্মার্টফোন ব্যবহার করেন। বাকিরা প্রকৃতপক্ষে ফিচার ফোন ব্যবহারকারী। যদিও 5G নেটওয়ার্কের আগমনের সাথে শেষোক্ত মোবাইল ইউজারদের স্মার্টফোন হাতে তুলে নিতে দেখা যাবে বলে সমীক্ষা জানিয়েছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন উৎপাদনকারী দেশ হিসেবে উঠে আসবে ভারত

Deloitte -এর ২০২২ সালের গ্লোবাল টিএমটি প্রেডিকশন নামক আলোচ্য সমীক্ষা আরো জানিয়েছে যে, আগামী পাঁচ বছরের মধ্যে ভারত পৃথিবীর দ্বিতীয় সবথেকে বড় স্মার্টফোন উৎপাদনকারী দেশ হিসেবে উঠে আসতে চলেছে। সেক্ষেত্রে দেশীয় বাজারে স্মার্টফোনের ব্যাপক চাহিদা দেশের এই অগ্রগতিতে সহায়তা করবে। সমীক্ষার মতে, বর্তমানে দেশের গ্রামীণ এলাকায় স্মার্টফোন চাহিদার কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট বা সিএজিআর (CAGR) প্রায় ৬ শতাংশ যা নিঃসন্দেহে অভূতপূর্ব। অন্যদিকে একই সময়ে শহরাঞ্চলে ২.৫ শতাংশ হারে বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।

স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যায় ব্যাপক উত্থানের কারণ

ভারতে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যায় বিপুল উত্থানের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদা। শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্প্রতি ইন্টারনেট নির্ভরতা বৃদ্ধি পেয়েছে। এজন্য ফিচার ফোনের বদলে স্মার্টফোন কেনার প্রবণতা বাড়ছে।

এছাড়াও সমীক্ষার দাবী, ২০২৬ সালের মধ্যে শহরাঞ্চলে বসবাসকারীদের প্রায় ৯৫ শতাংশ ব্যবহারের জন্য নতুন স্মার্টফোন বেছে নেবেন। বাকি ৫ শতাংশ পুরনো তাদের স্মার্টফোনেই টিকে থাকবেন।

একইভাবে গ্রামাঞ্চলের ৮০ শতাংশ মানুষ নতুন স্মার্টফোন বেছে নেবেন। সেখানে বাকি ২০ শতাংশকে তাদের আগের ফোন ব্যবহার করতে দেখা যাবে।

বলাবাহুল্য যে উপরের দুটি ক্ষেত্রেই মানুষের মধ্যে ফিচার ফোন কেনার প্রবণতা পূর্বের থেকে অনেক হ্রাস পাবে। সমীক্ষা অনুযায়ী ২০২৬ সালের মধ্যে শহর এলাকায় নতুন ফিচার ফোন কেনার হার ৭২ শতাংশ থেকে কমে ৬০ শতাংশে নেমে আসবে। বিপরীতে গ্রামে এই হার কমে ৭১ শতাংশে এসে ঠেকবে।

সর্বোপরি ডিলয়েটের (Deloitte) সমীক্ষায় স্মার্টফোন ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে 5G লঞ্চের প্রভাবের কথাও আলোচিত হয়েছে। আলোচ্য সময়পর্বের মধ্যে বিক্রিত সমস্ত ডিভাইসের প্রায় ৮০ ভাগের ক্ষেত্রে 5G ব্যবস্থার অবদান থাকবে বলে সমীক্ষা জানিয়েছে। 5G পরিষেবার ব্যবহার বৃদ্ধির সাথে সাথে এই পরিমাণ আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।

Show Full Article
Next Story